সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: কেরলে কাজের সময় প্রেমিকার কাকার মোবাইল থেকে নেওয়া নম্বরের মাধ্যমে প্রেমের সূত্রপাত,তার পরেই বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুরের মহিষকুন্ডির এক তরুণীর সঙ্গে প্রেম। আর তার ডাকে সাড়া দিয়ে ২০২০ সালের ৯ সেপ্টেম্বর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেখা করতে গিয়েছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গির সরকার পাড়ার যুবক আমফান শেখ। আমফান জানান একদিন থাকার পর ফিরে আসার সময় স্থানীয় কয়েকজন বাংলাদেশীরা বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরিয়ে দেয়।স্থানীয় থানায় সীমান্ত রক্ষী বাহিনীর হস্তান্তর করলে বাংলাদেশে আমফানের তিন মাসের সাজা ঘোষণা হলেও দুই দেশের হাই কমিশনের ছাড়পত্র না মেলায় আইনি সমস্যার কারণে তিন মাসের সাজা তিন বছর কাটাতে হয় জেলে।এর মধ্যেই আমফানের বাবা পাসপোর্ট করে বৈধ ভাবে বাংলাদেশে কয়েকবার গিয়ে জানতে পারেন যেহেতু বিচারক বিষয়টি নিয়ে ভারতীয় হাই-কমিশনারকে চিঠি দিয়েছেন। তাই সেখান থেকে অনুমতি না আসা পর্যন্ত আমফানকে ছাড়া যাবে না। শেষে ২৫ মে ২০২৩ ভারত বাংলাদেশের হাই কমিশনার পর্যায়ের অনুমতিক্রমে বিজিবি গত বৃহস্পতিবার গেদে সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীদের মধ্যে ফিলাগ মিটিংয়ের মাধ্যমে ভারতীয় বিএসএফের হাতে তুলে দেন আমফানকে। শেষমেষ শনিবার সাগর পাড়ার বাড়ি ফিরেছে আমফান। আমফানের বাবা ইসমাইল সেখের বক্তব্য, ছেলের জন্য অনেক সমস্যায় পড়তে হয়েছিল পরিবারকে, অর্থ উপার্জন হিসেবে কাঠের দোকান আছে বাড়িতে তাতেই কোনো রকম সংসার চলে, তার উপর ছেলে তিন বছর ধরে জেলা থাকায় গোটা পরিবারের ভেঙ্গে পড়েছিল বাড়িতে ফিরতেই খুবই খুশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct