এম মেহেদী সানি, বারাসত, আপনজন: মাধ্যমিক এবং হাই মাদ্রাসার মেধা তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের বিনা ব্যয়ে আবাসিকভাবে একাদশ শ্রেণী সহ নিট কোচিং দেওয়ার কথা জানালেন ‘আর এইচ একাডেমী’র কর্ণধার হাবিব আলী মোল্লা । তিনি আরও জানান উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীদেরও বিনা ব্যয়ে আবাসিক ভাবে নিট কোচিং দেওয়া হবে । জানা গিয়েছে রাজ্যের শিক্ষা মানচিত্রে ২০০৮ সালে যুক্ত হয়েছিল ‘আর এইচ একাডেমী ।’ অনাবাসিক ভাবেই বেশ কয়েক বছর চলছিল এই এই শিক্ষা প্রতিষ্ঠানটি । ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে আবাসিক ভাবে নিট প্রশিক্ষণ দেওয়া শুরু করে ‘আর এইচ একাডেমী ।’ এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে সফল হওয়া ছাত্রছাত্রীর সংখ্যাও কম নয়, প্রায় আড়াইশোর বেশি শিক্ষার্থী সরকারিভাবে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে ।’‘আর এইচ একাডেমী’র কর্ণধার হাবিব আলী মোল্লা জানান, ‘একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা শুরুর পাশাপাশি নিট পরীক্ষার কোচিং দেওয়া গেলে, উচ্চ মাধ্যমিকের পাশাপাশি নিটে সফল হয়ে সরকারিভাবে ডাক্তারি পড়ার সুযোগ পাওয়া যেতে পারে । সেই দিকে লক্ষ্য রেখে আমরা ‘আর এইচ একাডেমী’র পক্ষ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে আবাসিক ভাবে বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের, আর এইচ একাডেমী থেকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি । যাতে আমাদের ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিকে উজ্জ্বল ফলাফলের পাশাপাশি নিটে সফল হয়ে সরকারিভাবে ডাক্তারি পড়ার সুযোগ পায় ।এ দিন ‘আপনজন’কে আর এইচ একাডেমীর কর্ণধার হাবিব আলী মোল্লা জানান, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবছর মাধ্যমিক এবং হাই মাদ্রাসার মেধা তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা চাইলে, আর এইচ একাডেমীতে সম্পূর্ণ বিনা ব্যয়ে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে আবাসিক ভাবে পড়াশোনার সুযোগ পাবে, পাশাপাশি তাদেরকে নিটেরও প্রশিক্ষণ দেওয়া হবে । এছাড়াও এবছর উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা চাইলে সম্পূর্ণ বিনা ব্যয়ে আর এইচ একাডেমীর তরফ থেকে আবাসিক ভাবে নিটের প্রশিক্ষণ নিতে পারে । এজন্য মেধা তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের ‘আর এইচ একাডেমী’র নির্দিষ্ট অফিসে যোগাযোগ করতে পারে । আর এইচ একাডেমী’র সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাংলার শিক্ষা মহল। জানা গিয়েছে এ বছর ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭০ জন আবাসিক অনাবাসিক শিক্ষার্থীরা নিট পরীক্ষা দিয়েছে। যাদের মধ্যে দশ জনের বেশি ছাত্রছাত্রী সরকারিভাবে মেডিকেল পড়ার সুযোগ পাবে বলে মনে করছেন ‘আর এইচ একাডেমী’ কর্তৃপক্ষ । এ দিন অনামিকা বিশ্বাস, রবিউজ্জামান, মোঃ আবু শাহিনরা ‘আর এইচ একাডেমী’ পঠন পাঠন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct