আব্দুস সামাদ মন্ডল, কলকাতা, আপনজন: পবিত্র ঈদের সময় রাজ্যের কযেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরীক্ষার দিন নির্ধারণ করা সেই দিন বদলানোর দাবিতে সরব হল ছাত্র সংগঠন এসআইও। সেই সঙ্গে এসআইও ঈদের দিন কিংবা তার আগে বা পরের দিন পরীক্ষার আয়োজনের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এসআইও এক প্রেস বিবৃতিতে অভিযোগ করেছে, প্রতিবছরই দেখা যায় দেশের প্রধান দুই উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আযহা’র সময় রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এ ব্যাপারে ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া বা এসআইও জানিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস বিভাগে পরীক্ষা নেওয়ার সূচী প্রকাশ করা হয়েছে ২৮ ও ২৯শে জুন। সংখ্যালঘু পড়ুয়াদের প্রতি এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি সাইদ বি এস আল মামুন। তিনি বলেন বলেন, “ঈদের সময় পরীক্ষা গ্রহণের প্রচেষ্টা একটি ঘৃণ্য প্রয়াস, কোচবিহারের একজন পড়ুয়া কীভাবে ঈদ পালন করে ঈদের পরের দিন কলকাতায় এসে পরীক্ষা দেবে?” তিনি আরও বলেন,“প্রতি বছর ঈদের সময় পরীক্ষার নির্ঘণ্ট রাখা হয়। আর তারপর সূচি পরিবর্তনের দাবি উঠলে অনিচ্ছাকৃত ভুল বলে পরীক্ষার সূচি বদল করা হয়। এই অনিচ্ছাকৃত ভুল আর কতদিন চলবে!” উল্লেখ্য, গত বছরও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের সেমিনার অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের দিন। কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ রাখা হয় ঈদুল আযহা’র পরের দিন। সাইদ মামুন এই ঘটনায় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের দাবি তুলে প্রশ্ন করেন “সংখ্যালঘু পড়ুয়াদের উপর এই মানসিক নির্যাতন কবে বন্ধ হবে? প্রতি বছরই ঈদের সময় পরীক্ষা নেওয়ার এই হয়রানি বন্ধ করতে সরকারি নির্দেশ জারর দাবি জানান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct