রঙ্গিলা খাতুন, খড়গ্রাম, আপনজন: মিড ডে মিলে অস্বাস্থ্যকর ব্যবস্থার চিত্র উঠে এলো কান্দি মহকুমায়। টিকটিকি, ব্যাঙ, সাপের পর এবার অঙ্গনওয়াড়ির মিড-ডে মিলে উদ্ধার হল কেন্নো। সকালে এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের খড়গ্রামের চন্ডী মন্ডপতলা এলাকার একটি অঙ্গনওয়াড়িতে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ অপরিচ্ছন্ন ভাবে রান্না হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে শিশুদের মধ্যে খাবার বিলির পর দেখা যায় একজনের খাবারে একটি কেন্নো ভাসছে। এতে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে খাবার ফেলে দেন তারা। তবে তার মধ্যে কয়েকজন খাবার খেয়ে ফেলায় আতঙ্ক আরও বাড়ে। খাবারে কেন্নো উদ্ধার হওয়ায় বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা।তারা বলেন, দীর্ঘদিন ঘরে এখানে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে। আমরা বারবার বললেও অঙ্গনওয়াড়ি কর্তৃপক্ষ বা প্রশাসন কর্ণপাত করেনি। তার ফল আজ হাতে নাতে পাওয়া গেল। কেন্নো বিষাক্ত প্রাণী। আমাদের শিশুদের অনেকে ওই খাবার খেয়েছে। এখন তাদের কারও কোনও উপসর্গ দেখা দিলে কে দায় নেবে? আরেক অভিভাবক বলেন, শিশুদের খাবার তৈরির সময় পরিচ্ছন্নতায় আরও বেশি জোর দেওয়া উচিত। কিন্তু এখানে তেমন কিছুই হয় না। রান্নার দায়িত্বে থাকা মহিলারা কোনও কথা শোনেন না। আমরা প্রশাসনের কাছে এদের বিরুদ্ধে অভিযোগ জানাব।খড়গ্রামের বিডিও বাপি ধর বলেন, “আমরা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দল পাঠিয়েছি। ওরা গিয়ে বিষয়টি তদন্ত করবে। সঙ্গে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct