আপনজন ডেস্ক: নারী উদ্যোক্তাদের সহায়তার জন্য নতুন ভিসা প্রোগ্রামের পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটির মিনিস্ট্রি অব কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস জেনারেল অথরিটি ও আরব ন্যাশনাল ব্যাংকের সহযোগিতায় নারী উদ্যোক্তাদের জন্য শিজ নেক্সট ইনিশিয়েটিভের দ্বিতীয় সংস্করণ নিয়ে এসেছে এই ভিসা। খবর আরব নিউজের। দেশটির মিনিস্ট্রি অব কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি জানিয়েছে, আমরা ক্ষুদ্র ব্যবসার জন্য ট্রেনিং ও সক্ষমতার তাৎপর্যপূর্ণ ভূমিকায় বিশ্বাস করি, বিশেষ করে যদি সেগুলো নারী মালিকানাধীন হয়। তাদের প্রবৃদ্ধির জন্য পুঁজি সরবরাহ এবং সমর্থন দিয়ে আমরা শুধু যে এসব উদ্যোক্তাদের সফল হতে সাহায্য করব তাই নয় বরং আমাদের অর্থনীতিকে আরো সফল করে তুলতে পারব। এক্ষেত্রে ভিসার যে প্রতিশ্রুতি তা আমাদের সঙ্গে মিলে। আমরা একত্রে এ অঞ্চলে ক্ষুদ্র ব্যবসার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কাজ করতে গিয়ে রোমাঞ্চিত। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদির সব ধরনের শিল্প ও খাতের নারী উদ্যোক্তারা এ প্রোগ্রামে অংশ নেয়ার জন্য ২৩ জুন পর্যন্ত আবেদন করতে পারবে। বিজয়ী পাবেন ৫০ হাজার ডলারের অনুদান, একটি টেইলরড প্রোগ্রাম ও শিজ নেক্সট ক্লাবের বিভিন্ন স্থান যেমন ওয়ার্কশপ লাইব্রেরি এবং কমিউনিটি অব অন্ট্রাপ্রেনিউরে প্রবেশের সুযোগ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct