আপনজন ডেস্ক: গত ২৩ এপ্রিল ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে নাবালক সহ বেশ কয়েকজন মহিলা কুস্তিগীরকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতারের দাবিতে আন্দোলন শুরু করেন কুস্তিগীররা। রবিবার দিল্লিতে কুস্তিগীরা প্রতিবাদ করলে তাদের উপর পুলিশি আক্রমণ চলে। দিল্লি পুলিশ কুস্তিগীর ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক ও বজরং পুনিয়াকে আটক করে। দিল্লি পুলিশের হাতে কুস্তিগীরদের আটকের ঘটনায় কেন্দ্রকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতারাহুল গান্ধী বলেছেন, ‘রাজ্যাভিষেক’ শেষ। অহংকারী রাজা রাস্তায় মানুষের কণ্ঠ রোধ করছে। প্রিয়াঙ্কা গান্ধীও সরকারের সমালোচনা করে বলেন, বিজেপি সরকারের ‘অহংকার’ এতটাই বেড়ে গেছে যে, তারা আমাদের মহিলা ক্রীড়াবিদদের কণ্ঠকে নির্মমভাবে দমন করছে। প্রতিবাদী কুস্তিগীরদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইন-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দিল্লি পুলিশ কুস্তিগীর ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক ও বজরং পুনিয়াকে আটক করার পর মমতা এই টুইট করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রবিবার কুস্তিগীরদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপের নিন্দা করেছেন এবং তাদের “অবিলম্বে” মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। এক টুইটবার্তায় মমতা বলেন, ‘সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট এবং অন্যান্য কুস্তিগীরদের দিল্লি পুলিশ যেভাবে মারধর করেছে তার তীব্র নিন্দা করছি। এটা লজ্জাজনক যে আমাদের চ্যাম্পিয়নদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct