পার্থ কুশারী, সোনারপুর, আপনজন: প্রচন্ড দাবদাহের মধ্যে পানীয় জলের হাহাকার। পানীয় জলের দাবিতে ব্যবহারযোগ্য জলের দাবিতে রাস্তায় বালতি হাড়ি কলসি নিয়ে অবরোধ করলেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর বিধানসভার প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের প্রসাদপুর এলাকার পুরুষ ও মহিলারা। দীর্ঘ প্রায় দু বছরের মত এই এলাকায় পানীয় জলের কল খারাপ প্রচন্ড তাপদাহে পুকুরের জল শুকিয়ে গেছে, মানুষ জল পাচ্ছে না, কোনরকমে পানীয় জল ব্যবহার করার জন্য টাকা দিয়ে জল কিনছে এলাকার মানুষ। আর পাইপ ফেটে যাওয়ায় যে জল বের হচ্ছে সেই জল নিয়ে যাচ্ছে মানুষ। কেউ কেউ খাচ্ছে। যার ফলে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। বাধ্য হয়ে তারা আজকের হাড়ি কলসি বালতি নিয়ে রাস্তায় নেমে পড়লেন। তাদের স্লোগান জল চাই। যদিও এই এলাকার পঞ্চায়েত সদস্যর স্বামী জানিয়েছেন জলের সমস্যায় ভুগছে এলাকার মানুষ, এটা তিনি স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন জলের প্রজেক্ট এর কাজ চলছে কয়েক মাসের মধ্যে পানীয় জলের সমস্যার সমাধান হবে। তবে যেভাবে মানুষ জল কষ্টে ভুগছে এটা খুব বাস্তবিক এবং কঠিন পরিস্থিতি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct