দেবাশীষ পাল, মালদা, আপনজন : অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে ব্যবসায়ীদের সচেতন করতে শনিবার সন্ধ্যায় মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে কর্মশালার আয়োজন করা হয়।মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন, মালদা ডিভিশনাল ফায়ার অফিসার স্বপন কুমার দাস, ফায়ার অফিসার বিশ্বজিৎ মন্ডল, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সহ-সভাপতি কমলেশ বিহানি,সঞ্জয় কুন্ডু,সম্পাদক উত্তম বসাক, যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার, কোষাধ্যক্ষ হিমাদ্রি রায় সহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।গত কয়েকদিন আগে মালদা নেতাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল দুই শ্রমিকের।আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি দোকান। অগ্নি নির্বাপন নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এদিন সন্ধ্যায় কর্মশালার আয়োজন করা হয়।
মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের শাখা সংগঠন ও বিভিন্ন বাজার কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন কর্মশালায়।বাজারে আতশবাজি ও কারবাইট বিক্রির বিষয় নিয়েও আলোচনা করা হয়।বিভিন্ন বাজারে কিভাবে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা উচিত তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দোকানের ইন্সুরেন্স, ফায়ার লাইসেন্স সহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয় এদিনের কর্মশালায়।হঠাৎ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে প্রাথমিক নির্বাপনের কি ব্যবস্থা রাখা উচিত তা নিয়েও দীর্ঘ আলোচনা করেন ফায়ার অফিসার ও ব্যাবসায়ীরা।সেদিনের অগ্নিকাণ্ডে প্রায় সাত ঘন্টা ধরে যে সমস্ত দমকল কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছিল তাদের সম্বর্ধনা দেওয়া হয় মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct