নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: কলকাতা পুরসভার ১৪২ নম্বর ওয়ার্ডের ঘোলপাড়া এলাকায় বেআইনিভাবে চলছে একটি পুকুর ভরাটের কাজ।স্থানীয়দের বক্তব্য, এই পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করা হত । কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা এই পুকুরের জল চেঁছে দিয়ে ধীরে ধীরে মাটি ও রাবিস দিয়ে পুকুর ভরাটের কাজ চালাচ্ছে। ৮ কাটা পুকুরের মধ্যে অর্ধেকের বেশি ইতিমধ্যে ভরাট হয়ে গেছে। বাকি অংশটাও ধীরে ধীরে অতি দ্রুত ভরাট হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে এলাকার বাসিন্দারা। এ প্রসঙ্গে বেহালা পূর্বের বিধায়িকা রত্না চট্টোপাধ্যায় বলেন, যদি পুকুর ভরাট হয়ে থাকে তাহলে আমি অবশ্যই ব্যবস্থা নেব ।কর্পোরেশনের উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে কথা বলব এবং যদি প্রমাণ হয়ে থাকে এটা পুকুর তাহলে পুনরায় আগের পরিস্থিতিতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। বেহালার বিধায়িকা অভিযোগ করেন, স্থানীয় থানা এই বেআইনি পুকুর ভরাটের বিষয়ে কোনো নজর রাখে না
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct