আপনজন ডেস্ক: ২০২২ সালের মার্চেও টেনিসের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ১ হাজার ৮৬৯ নম্বরে ছিলেন উ ইবিং। দুর্দান্ত উত্থানের গল্প লিখে এক বছর পর ২৩ বছর বয়সী এই তরুণ এখন ৫৯ নম্বরে। চায়নিজ খেলোয়াড়দের মধ্যে সেরা র্যাঙ্কিংয়ে অবস্থান করা উ এবার লিখেছেন নতুন ইতিহাস। সঙ্গে আছেন ঝাং ঝিঝেন ও শাং ঝানচেং। আট দশকের বেশি সময় পর এবারই প্রথম ফ্রেঞ্চ ওপেনের মূল পর্বে খেলবে চীনের পুরুষ খেলোয়াড়েরা।এর আগে ১৯৩৭ সালে রোলা গাঁরোতে চীনের প্রতিনিধিত্ব করেছিলেন খো সিন–খেই ও চোয় ওয়াই–চুয়েন। এরপর ৮৬ বছর কেটে গেছে, চীনা পুরুষদের কেউ ফ্রেঞ্চ ওপেনের মূল পর্বে জায়গা করতে পারেননি।উ, ঝাং আর শাং যে এবার ইতিহাস গড়তে পারেন, সে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল মাস চারেক ধরে। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ড্র–তে ছিলেন এই তিনজন। এর মধ্যে উ এবং ঝাং সরাসরি আর শাং ওয়াইল্ড কার্ড নিয়ে। প্রথম চীনা খেলোয়াড় হিসেবে ২০২২ ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছিলেন উ। দেশের প্রথম খেলোয়াড় হিসেবে এ বছরের শুরুতে ডালাসে এটিপি ট্যুরও জেতেন তিনি। উত্থান ঘটে র্যাঙ্কিংয়েও। এবার ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে জায়গা করার মাধ্যমে ন্যূনতম ৭৪ হাজার ৩০০ মার্কিন ডলার প্রাইজমানি নিশ্চিত করে ফেলেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct