নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: ফের হাওড়ার জগৎবল্লভপুরে জঙ্গল থেকে উদ্ধার হলো নিষিদ্ধ বাজি ও বাজির মশলা। দু’দিন আগেও একই রকমভাবে জগৎবল্লভপুরের পাতিহালে উদ্ধার হয়েছিল বাজি। ফের পাতিহালে আবার বাজি ও বাজির মশলা উদ্ধার হয়েছে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ শুক্রবার সকালে ওই এলাকায় তল্লাশি চালায়। উদ্ধার হয় ওই বাজির মশলা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct