অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে মেধা তালিকার চতুর্থ স্থানে থাকা সৃজিতা বসাকের পরিবারের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল পরিবহণ দফতর। পরিবহণ দফতরের উদ্যোগে বছর দু’য়েক ধরে পড়ে থাকা রেজিস্ট্রেশন বিহীন ই-রিক্সার রেজিস্ট্রেশন, বৈধ লাইসেন্স সম্পূর্ণ বিনামূল্যে তুলে দেওয়া হয় সৃজিতার বাবা সুজিত বসাকের হাতে। উল্লেখ্য, এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সৃজিতা বসাক। তার প্রাপ্ত নম্বর ৪৯৩। তার বাবা সুজিত বসাক পেশায় টোটো চালক। পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। পরিবারের আয় বলতে ওই টোটো চালিয়ে যেটুকু উপার্জন করেন সুজিত বসাক সেটুকুই। নিজের টোট থাকলেও সেই টোটোর কোন বৈধ কাগজপত্র (রেজিস্ট্রেশন) ছিলনা তার কাছে। শুক্রবার বালুরঘাটে পরিবহণ দফতরের আরটিও সন্দীপ সাহার উপস্থিতিতেই বৈধ কাগজপত্র তুলে দেয়া হয় সুজিত বসাকের হাতে। এ বিষয়ে আরটিও সন্দীপ সাহা জানান, সৃজিতার এই সাফল্যে কিছু বলবার মতো ধৃষ্টতা আমাদের নেই। যে প্রতিকূল পরিস্থিতি থেকে সৃজিতা এত ভালো ফল করেছে সেটা সত্যি একটি বড় বিষয়। আমরা জানতে পেরেছিলাম সৃজিতার বাবার একটি ই-রিক্সা রয়েছে। যেটির রেজিস্ট্রেশন না করা অবস্থায় বছর দু্’য়েক ধরে পড়ে রয়েছে। আমাদের মনে হয়েছে সৃজিতার প্রতি সম্মান জানানোর জন্য পরিবহণ দফতরের তরফে যদি কোন কিছু করা যায়। সেই ভাবনা থেকেই যুদ্ধকালীন তৎপরতায় আমরা ই-রিক্সা টির রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছি। আমরা আমাদের দফতরের তরফে সকলেই কিছু আর্থিক সাহায্য দিয়ে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছি এবং সম্পূর্ণ বিনামূল্যে সুজিত বসাকের হাতে তুলে দিয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct