আপনজন ডেস্ক: আগামী বছর ২৬ জুলাই থেকে প্যারিসে শুরু হবে গ্রীষ্মকালীন অলিম্পিক। আসরটি সামনে রেখে রাজধানী প্যারিস থেকে গৃহহীন জনসাধারণকে শহরের বাইরে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে ফ্রান্স সরকার। তবে ফ্রান্সের আঞ্চলিক শহর ও গ্রামের প্রশাসকেরা এই পরিকল্পনার সমালোচনা করেছেন। কারণ, প্যারিস থেকে গৃহহীন যেসব মানুষকে উচ্ছেদ করা হবে, তাঁদের থাকার জায়গার ব্যবস্থা করতে হবে সেসব শহর আর গ্রামেই।গত মার্চের মাঝামাঝি সময়ে ফ্রান্সের সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘আঞ্চলিকভাবে অস্থায়ীভাবে থাকার জায়গা’ তৈরির নির্দেশ দেয়। প্যারিস থেকে যাঁদের বের করে দেওয়া হবে, তাঁদের জন্যই ব্যবস্থাটা নিতে চায় সরকার। এসব মানুষের মধ্যে অনেক অভিবাসীও আছেন।ফ্রান্সের গৃহায়ণমন্ত্রী অলিভিয়ের ক্লেইন এ মাসের শুরুতে দেশটির আইনসভায় বিষয়টি বুঝিয়ে বলেছেন। তাঁর যুক্তি, প্রয়োজনেই গৃহহীন মানুষদের প্যারিসের বাইরে পাঠাতে হবে। কারণ, সেপ্টেম্বরে রাগবি বিশ্বকাপ এবং ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠেয় অলিম্পিক সামনে রেখে প্যারিসে প্রচুর পর্যটকের সমাগম হবে।প্যারিসের কম খরচে থাকার মতো হোটেলগুলোকে বর্তমানে ফরাসি সরকার গৃহহীনদের থাকার জন্য কাজে লাগাচ্ছে। কিন্তু রাগবি বিশ্বকাপ ও অলিম্পিককে সামনে রেখে সেসব হোটেলের মালিকেরা অন্য পরিকল্পনা করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct