আপনজন ডেস্ক: পবিত্র উমরাহ পালন করতে সিঙ্গাপুর থেকে মক্কায় আসার পর এক নারী যাত্রীর পুত্র সন্তান হয়েছে। স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম নেওয়ার পর মা ও সন্তান উভয়ই সুস্থ রয়েছে। সৌদি গেজেট সূত্রে এই তথ্য জানা যায়। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুর থেকে উমরাহ করতে আসা এক তরুণী ৯ মাসের গর্ভবতী ছিলেন। গত বুধবার (২৪ মে) সকালে তাকে পবিত্র মসজিদুল হারামের জরুরি স্বাস্থ্যসেবা বিভাগে ভর্তি করা হয়। তার স্বাভাবিক প্রসব নিশ্চিত করতে প্রয়োজনী সব সেবা সরবরাহ করে সংশ্লিষ্ট মেডিকেল টিম। পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসার জন্য মা ও শিশুকে শিশু হাসপাতালে নেওয়া হয়।এক বিবৃতিতে মক্কা হেলথ ক্লাস্টার জানায়, সন্তান জন্ম নেওয়ায় উমরাহ পালনাকারী ও তার পরিবারের সঙ্গে আমরাও আনন্দে অংশ নিয়েছি। আমাদের মেডিকেলের সব কর্মীর অংশগ্রহণে এই আনন্দ বহুগুণ বৃদ্ধি পায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct