আপনজন ডেস্ক: ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল ব়্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক প্রত্যেক বছরের মত এ বছর ও দেশের সেরা বিশ্ববিদ্যালয় গুলির তালিকা প্রকাশ করেছে যেখানে প্রথম স্থানে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল ব়্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক’ এর ২০২৩ সালের দেশের বিশ্ববিদ্যালয় গুলির রাঙ্কিং। যেখানে দেখা যাচ্ছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ই ভারত-সেরার শিরোপা জিতে নিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। তৃতীয় ও চতুর্থ স্থান পেয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া। পাঁচে রয়েছে হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয় বিশ্বভারতী আট নম্বরে স্থান পেয়েছে। ২০২৩ সালের এই তালিকায় রয়েছে আরো অনেক বিশ্ব বিদ্যালয় বিশেষত উত্তর পূর্ব ভারতের বিভিন্ন বিশ্ব বিদ্যালয় যেমন সিকিম বিশ্ব বিদ্যালয়, আইজলের মিজোরাম বিশ্ব বিদ্যালয়, পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়। আই আই আর এফ এর তালিকায় জায়গা করে নিয়েছে বেশ কিছু বেসরকারি বিশ্ব বিদ্যালয়ও তার মধ্যে সেরা গুজরাতের ধিরুভাই আম্বানি ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct