এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: ৩০ এপ্রিল রাজ্য জয়েন্ট পরীক্ষার ২৬ দিনের মাথায় আজ শুক্রবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ হয়েছে । ফল ঘোষণা করলেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা । এবছর জয়েন্টে প্রথম হয়েছেন কলকাতা রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের ছাত্র মুহাম্মদ সাহিল আখতার । দ্বিতীয় ওই স্কুলেরই ছাত্র সোহম দাস । তৃতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সারা মুখার্জি । এ বছর জয়েন্ট পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ১ লক্ষ ২৪ হাজার ৯১৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ৯১ হাজার ৯৭৪ জন। মহিলা ৩২ হাজার ৯৪৪ জন। এক জন রূপান্তরকামী। পরীক্ষায় বসেছিলেন ৯৭ হাজার ৫২৪ জন। তাঁদের মধ্যে ৬৯ হাজার ৯৮১ জন এ রাজ্যের। ২৭ হাজার ৫৪৩ জন ভিন রাজ্যে। পরীক্ষায় সফল ৯৬ হাজার ৯১৩ জন। সফল পরীক্ষার্থীর সংখ্যা ৯৬,৯১৩ । পাশের হার ৯৯.৩৭ শতাংশ । এ বছর মেধা তালিকায় চতুর্থ হয়েছেন সৌহার্দ্য দণ্ডপাট। তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। পঞ্চম হয়েছেন অয়ন গোস্বামী। তিনি দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্র। সিবিএসই বোর্ডের। ষষ্ঠ হয়েছেন অরিত্র অম্বুধ দত্ত। সোদপুরের নারায়ণা স্কুলের। সিবিএসই বোর্ডের ছাত্র। সপ্তম হয়েছেন কিন্তন সাহা। রাজস্থানের মা ভারতী স্কুলের ছাত্র। অষ্টম হয়েছেম সাগ্নিক নন্দী। বাঁকুড়া জেলা স্কুলের ছাত্রী। উচ্চ মাধ্যমিক বোর্ডের। নবম হয়েছেন রক্তিম কুণ্ডু। রাজস্থানের দিশা ডেলফি পাবলিক স্কুলের ছাত্র তিনি। জয়েন্টে দশম শ্রীরাজ চন্দ্র। কাটোয়া হোলি এঞ্জেল স্কুলের ছাত্র। জানা গিয়েছে সফল ছাত্র-ছাত্রীদের কাউন্সিলিং শুরু হবে ৩০ জুনের পর ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct