আরবাজ মোল্লা, নদীয়া, আপনজন: যাতায়াতের একমাত্র ব্রিজ ভেঙে যাওয়ায় বিপাকে গ্রামবাসীরা। বৃহস্পতিবার রাত্রে নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসের ফেরিঘাটে বাঁশের ব্রিজে বোলারো গাড়ি জোর করে নিয়ে যায় তিন মদ্যপ যুবক। ব্রিজের উপর বোলারো গাড়ি উল্টে ব্রিজ ভেঙে যায় । শিবনিবাস ঘাটে বাঁশের ব্রিজ দিয়ে সাধারণ মানুষ সাইকেল ও মোটরসাইকেল নিয়ে পারাপার করে এলাকার লোকজন রাত্রে জোর করে তিন যুবক বোলারো গাড়ি তুলে এই দুর্ঘটনা ঘটায়।শিবনিবাসের ৫০০ মিটারের মধ্যে পাকা ব্রিজ রয়েছে অথচ সেই ব্রিজে গাড়ি না নিয়ে গিয়ে বাঁশের ব্রিজে জোর করে গাড়ি নিয়ে যায় সন্দেহের দানা বাঁধছে গ্রামবাসীদের । কৃষ্ণগঞ্জ থানার পুলিশ তদন্ত করে দেখছে তিন মদ্যপ ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।ব্রিজ ভেঙে যাওয়ায় শিবলিবাস মন্দিরে পুণ্যার্থী সহ গ্রামবাসীদের যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ।সমস্যায় পড়েছেন পুণ্যার্থী ও গ্রামবাসীরা।গ্রামবাসীদের দাবি অবিলম্বে চালু করা হোক বাসের ব্রিজ। শুক্রবার চূর্ণী নদীতে এখনো পর্যন্ত ডুবে রয়েছে বোলারো গাড়ি।ফেরিঘাট মালিক গাড়ি নিয়ে বাধা লিলে কথা শুনে জড় করে বাসের ব্রিজ দিয়ে গাড়ি নিয়ে গিয়ে ব্রিজ ভেঙ্গে পড়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ কংক্রিট ডালাই রাস্তা থাকা সত্ত্বেও কেন বাসের ব্রিজ নিয়ে গেল তা নিয়ে তদন্ত করছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। বাসের ব্রিজ দিয়ে প্রায় ১০ টি গ্রামের বাসিন্দারা যাতায়াত করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct