নকিব উদ্দিন গাজী, নামখানা, আপনজন: উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার পর উচ্ছ্বাসিত দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত রাজনগর বিশ্বম্ভর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এই স্কুলে দুই ছাত্র ভালো সংখ্যক নাম্বার পেয়ে রাজ্যে রেঙ্ক করেছে। উচ্চমাধ্যমিকে রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে নামখানা ব্লকের রাজনগর বিশ্বম্ভর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছাত্র তমালকান্তি দাস। তমাল কান্তির প্রাপ্ত নম্বর ৪৯১। এবং এই একই স্কুলের অন্য আরেক ছাত্র পবিত্র মাইতি সর্বমোট ৪৮৮ নাম্বার পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছে। দুই ছাত্রের এই অনবদ্য ফলাফলে বর্তমানে খুশির জোয়ার নামখানা ব্লক জুড়ে। একদিকে রাজ্যের ষষ্ঠ স্থান অধিকার করা তমাল কান্তি দাস এবং অপরদিকে রাজ্যের নবম স্থানে থাকা পবিত্র মাইতিকে ঘিরে রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলে চলছে আনন্দ উল্লাস। উচ্চমাধ্যমিকে রাজ্যের ষষ্ঠ স্থানাধিকারী তমাল কান্তি জানিয়েছে ফিজিক্স নিয়ে আগামী দিনে পড়াশোনা করতে চায়। এবং প্রফেসর হতে চায়। অপরদিকে রাজ্যে নবম স্থান অধিকারী পবিত্র মাইতি জানিয়েছে বাবা মার অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষক-শিক্ষিকাদের সর্বোপরি সহযোগিতায় তার এই সফলতা। আগামী দিনে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে উচ্চমাধ্যমিকে রাজ্যে নবম স্থান অধিকারী নামখানা ব্লকের রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলের ছাত্র পবিত্র মাইতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct