নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক, আপনজন: একদিকে গঙ্গার ভাঙনে সর্বস্ব হারানো, অন্যদিকে প্রতিনিয়ত জীবন সংগ্রাম, এত প্রতিকূলতার মধ্যেও এবারে উচ্চমাধ্যমিকে ৪৭৬ পেয়ে তাক লাগিয়েছে কালিয়াচক-৩ নম্বর ব্লকের গঙ্গা ভাঙন কবলিত বীরনগর এলাকার ছাত্র রাহুল মণ্ডল। ছেলের ফলাফলে খুশি তাঁর বাবা-মা। শিমুলতলা হাই মাদ্রাসা থেকে উচ্চমাধ্যমিক দিয়েছে সে। মাধ্যমিক পড়েছিল ভাঙনের মুখে দাঁড়িয়ে বীরনগর হাই স্কুল থেকে। এত ভাল ফলাফলের পরও আক্ষেপ একটাই আর মাত্র ১০ নম্বর পেলে মেধা তালিকায় তার ঠাঁই হতো। পেয়েছে বাংলায় ৭৮, ইংরেজিতে ৯৬, অঙ্কে ৯৮, রসায়নে ৯৬, পদার্থবিদ্যা ৯৩ এবং জীববিদ্যায় ৯৩। সে ভবিষ্যতে আইআইটি-তে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হতে চায়। বাবা কার্তিক মণ্ডল পেশায় গ্রামীণ চিকিৎসক। মা সুলেখা মণ্ডল এলআইসি এজেন্ট। ২ ভাই তারা। রাহুল ছোট। দাদা আশিস মণ্ডল উচ্চ মাধ্যমিক পাশ করার পর প্রস্তুতি নিয়ে নিট দিয়েছে সে। ২০১৬ সালে গঙ্গার ভাঙনে ঘরবাড়ি, জমি সব তলিয়ে যায়। তখন রাহুল ক্লাস সিক্সের ছাত্র। সর্বস্ব হারিয়ে এখানে-ওখানে কোনও রকমে দিন যাপন করেন। এই কঠিন পরিস্থিতির মধ্যেও যাতে ছেলেদের পড়াশোনার কোনও খামতি না হয় তার চেষ্টা চালিয়ে গেছেন বাবা-মা। বর্তমানে ১৮ মাইল চামাগ্রামে রয়েছেন তাঁরা।রাহুলের বাবা কার্তিক মণ্ডল জানান, ‘ছেলে আর ১০ নম্বর পেলেই মেধা তালিকায় স্থান পেত। এই প্রতিকূলতার মধ্যেও এত ভাল ফলাফল, বাবা হিসেবে গর্বের। ছেলে এভাবেই এগিয়ে যাক, পাশে রয়েছি আমরা।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct