নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গড়, আপনজন: বাবা দর্জির কাজ করেন আর মা গৃহ বধূ। দর্জির কাজ না জানলেও মাঝে মধ্যে বাবার দোকানে সহযোগিতা করতে হয়। সেই দর্জির ছেলে মুহাম্মদ রোহন কবীর মোল্লা, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর পেয়েছে। তার প্রাপ্ত নম্বর ৪৫০। বাংলায় পেয়েছে ৭৮, ইংরেজিতে ৯৫, শিক্ষা বিজ্ঞানে ৭১, রাষ্ট্র বিজ্ঞানে ৯০, ইতিহাসে ৯৯ ও ইকোনোমিক্স ৮৮। দক্ষিন ২৪ পরগনার ভাঙ্গরের কাশিপুর থানার অন্তর্গত শ্যামনগর গ্রামের আবুল কাসেম মোল্লা ও রওশনারা বিবির বড় পুত্র রোহন। ছোট থেকেই মেধাবী রোহনের করোনা পরিস্থিতির জন্য জীবনের বড় পরীক্ষা মাধ্যমিকে বসতে হয় নি। পোলেরহাট হাই স্কুল থেকে ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষায় রোহন ৭৯ শতাংশ নম্বর পায়। আর এবছর উচচ মাধ্যমিক পরীক্ষায় পোলেরহাট হাই স্কুল থেকে ৯০ শতাংশ নম্বর পেয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি গৃহ শিক্ষকদের অবদানকেও সে তুলে ধরে। এ ব্যাপারে রোহনের বাবা আবুল কাশেম মোল্লা বলেন, আমি একটি ছোট দর্জির দোকান চালায়। কিন্তু এখন রেডিমেট পোশাক বাজারে পাওয়া যাওয়ায় ব্যাবসা ভালো চলে না। তাই এর পাশাপাশি জ্বালানি কাঠ বিক্রির ব্যাবসাও করি। ও ভালো রেজাল্ট করেছে ভালো লাগছে। তবে রোহন ইতিমধ্যে মনস্থির করেই ফেলেছে ইংরেজিতে অনার্স নিয়ে কলেজে ভর্তি হবে এবং এর পাশাপাশি ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতিও নেবে। কলেজ সমন্ন করার সাথে সাথে যাতে সরকারী বড় কোনো আধিকারিক কিংবা বিডিও হতে পারে এখন সেই স্বপ্নের জাল বুনতে শুরু করেছে রোহন। আর রোহনের মা গৃহবধূ রওশনারা বিবির একটাই দোয়া ওরা বড় হোক, মানুষের মতো মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct