সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের কেন্দ্রীয় তদন্ত কারি সংস্থা দিয়ে ভয় দেখানো ও কেন্দ্রের একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার প্রতিবাদের বিক্ষোভ মিছিলের ডাক দেন মুর্শিদাবাদ জেলার জলঙ্গি বিধানসভার বিধায়কের নির্দেশে জলঙ্গির দক্ষিণ জোনের কনভেনার মাসুম আহমেদের নেতৃত্বে ঐতিহাসিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেলে। কিন্তু সেই মিছিলে দেখা গেলোনা দক্ষিণ জোনের ব্লক সভাপতি মোহিত দেবনাথ কে। জোড়তলা থেকে পদ্মানদীর বাক পর্যন্ত মিছিল করেন জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক উপস্থিতে । পাশাপাশি মিছিল চলাকালিন জলঙ্গীর দলীয় কার্যালয়ে বসেছিলেন দক্ষিন চক্রের ব্লক সভাপতি মোহিত কুমার দেবনাথ। কিন্তু কেনো উপস্থিত হননি এবিষয়ে বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। আমন্ত্রনের কথা জাননোর কথা জিজ্ঞেস করতেই তিনি পরে আমন্ত্রণ পত্র পাঠানো হবে বলে জানান বিধায়ক। মিছিল শেষে পথসভার মঞ্চ থেকে দলেরিই এক অংশের নেতাকর্মীদের কড়া ভাষায় আক্রমন করেন বিধায়ক। আর তাতেই আবারো প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠীকোন্দল ।দক্ষিন জোনের ব্লক সভাপতি মোহিত কুমার দেবনাথ জানান, তাকে জানানোই হয়নি, আর আমরা কোনো প্রোগাম করলে বিধায়ক সাহেবকে জানায়। যদিও দলীয় কার্যালয়ে খিচুড়ি খাওয়া নিয়ে মোহিত বেদনাথ বলেন দলীয় কর্মীরা এই ব্যবস্থা করেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct