নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: বুধবার রাতে খাস কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় এক পুর শ্রমিকের। হঠাৎ করে ধ্বস নেমে এই মৃত্যুর ঘটনা ঘটে। কি করে এই ধ্বস নামলো তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।কলকাতা পুরসভার পাইপলাইনে কাজ করতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম হাকিম জানান যে, খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। কাজ করতে গিয়ে একজন পৌর শ্রমিকের মৃত্যু মর্মান্তিক। কলকাতা পৌর সংস্থা তাদের পরিবারের পাশে আছে। কিছু লোক তাদের উসকে দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। সেটা ঠিক হয়ে যাবে। আমরা কারোর প্রাণ ফেরাতে পারব না। কিন্তু তাদের পরিবারের পাশে থাকব বলে আশ্বাস দিলেন কলকাতা পৌর সংস্থার মেয়র ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। হটাৎ করে ধস নেমে যায়। এই ঘটনায় তদন্ত করতে নির্দেশ দিয়েছি বলে জানান মেয়র। পৌর সংস্থার কর্মীদের যে কোনো অসুবিধায় তাদের পাশে আছি বলে আশ্বাস দিলেন তিনি। দূঘটনা যে কোনো সময় ঘটতে পারে। কিন্তু ঘটনা খুবই দুঃখজনক বলে জানান মেয়র।কলকাতার কেওড়াতলা বার্নিং ঘাটের মেমোরিয়াল কলামে আশুতোষ মুখার্জির মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার তার মূর্তির মাল্যদান করেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম।ব্যারাকপুর শুট আউট নিয়ে পুলিশি ব্যাবস্থা গ্রহণ করার নির্দেশ দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এই বিষয়ে জানান যে চিরণী তল্লাশির মাধ্যমে দুষ্কৃতী কার্যকলাপ বন্ধ করতে হবে। কোনো রকমের শুট আউট এর মত কার্যকলাপ যাতে না হয় তা দেখতে হবে। এদিন সৌরভ গাঙ্গুলি কে নিয়েও মুখ খুললেন ফিরহাদ হাকিম। দিলীপ ঘোষের মন্তব্যের যে সৌরভ পচা পার্টিতে কেন যাবে তাই বিজেপি শাসিত রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন। এই বিষয়ে মেয়র বলেন যে এই ব্যাপারে কিছু বলাই উচিত নয় ।কারণ সৌরভ গাঙ্গুলি নিজেই একজন আইকন। সে কি করবে করবে না সেটা তার নিজের ব্যাপার। এটা নিয়ে আমার মনে হয় রাজনীতির কচকচানি করা উচিত নয় বলে জানালেন ফিরহাদ হাকিম। । শারুখ খান বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বলে কি তিনি তৃণমূল করছেন পাল্টা প্রশ্ন ছুড়ে দেন ফিরহাদ হাকিম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct