আপনজন ডেস্ক: প্রায় পাঁচ বছর পর কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে কানাডা ও সৌদি আরব। এই সম্পর্ক উন্নয়নের প্রমাণ হিসেবে নতুন অ্যাম্বাসেডরও নিয়োগ দেবে দেশ দুইটি। ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তাদের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে। কানাডা ও সৌদি আরবের বিবৃতি অনুযায়ী, গত বছরের নভেম্বরে ব্যাংককে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামের শীর্ষ সম্মেলনের সাইড লাইন বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।এই বিবৃতিতে বলা হয়েছে, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য উভয় পক্ষের আকাঙ্ক্ষা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে উভয় দেশের জনগণই সুবিধা ভোগ করবে। উল্লেখ্য, ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর কানাডাসহ পশ্চিমাদেশগুলো সৌদি আরবের প্রতি নিন্দা জানায়। কিন্তু সৌদির নারী অ্যাক্টিভিস্টদের মুক্তি দিতে যখন রিয়াদে অবস্থিত কানাডার দূতাবাস টুইটারে আহ্বান জানায় তখন সম্পর্ক অবনতি হতে শুরু করে। এ ঘটনার পরই কূটনৈতিকদের প্রত্যাহারসহ নতুন বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় দেশ দুইটি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct