আপনজন ডেস্ক: বিশ্ব উষ্ণায়নের জের। সংকটে হিন্দুকুশ-হিমালয় অববাহিকা এলাকা। অচিরেই যার প্রভাব পড়তে পারে এশিয়ার বেশ কিছু দেশের পানি সরবরাহের উপর। এমনই দাবি চীনের থিঙ্ক ট্যাংক ‘চীনা ওয়াটার রিস্ক’-এর। হিন্দুকুশ-হিমালয় পাবর্ত্য এলাকার অববাহিকা এলাকায় উৎস ১০টি নদীর। এই তালিকায় রয়েছে পদ্মা, ব্রহ্মপুত্র, যেগুলি ভারত এবং বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে। রয়েছে ইয়াংজে এবং হলুদ নদী, যা প্রবাহিত হয়েছে চীনে। এছাড়াও রয়েছে মেকং, স্যালউইন প্রভৃতি। চীনা গবেষণা সংস্থাটির দাবি, বিশ্ব উষ্ণায়ন তথা জলবায়ু বদলের জেরে প্রভাব পড়তে পারে এ সমস্ত নদীগুলির উপর। তাৎপর্যপূর্ণভাবে, এই সমস্ত নদীর উপর নির্ভরশীল অন্তত ১০০ কোটি মানুষ। একাধিক দেশের বার্ষিক জিডিপি-র আওতায় ৪.৩ ট্রিলিয়ন ডলারের উৎসও এটিই। কিন্তু হিমবাহর গলন এবং আবহাওয়ার চরম পরিস্থিতির জেরে এই অববাহিকা অঞ্চল সংকটাপন্ন। বিপদ আরো বাড়িয়েছে এই এলাকায় তৈরি হওয়া জলবিদ্যুৎ প্রকল্পগুলি। গবেষণা সংস্থার দাবি, সমস্যার দিকে এখনই না তাকালে পরবর্তীতে তা আরো বড় আকার ধারণ করতে পারে। সবচেয়ে বড় কথা, হিন্দুকুশ-হিমালয় পার্বত্য অববাহিকায় উৎপন্ন নদীগুলি থেকে এশিয়ার ১৬টি দেশে জলবিদ্যুতের প্রায় তিন-চতুর্থাংশ উৎপন্ন হয়। বিশেষ করে জাপানেই কাজে লাগানো হয় ৩০০ গিগাওয়াটেরও বেশি জলবিদ্যুৎ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct