আপনজন ডেস্ক: লা লিগায় বারবার বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু একটা ঘটনারও সুষ্ঠু বিচার পাননি। ভিনিসিয়ুসের ক্ষুব্ধ হওয়াই স্বাভাবিক। স্প্যানিশ লিগকে কাঠগড়াতেও তুলেছিলেন সে কারণে। কিন্তু ভিনিসিয়ুসকেই কড়া কথা শুনিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছিলেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। তবে তাঁকে এই অবস্থান থেকে সরে আসতে হয়েছে। তেবাস ক্ষমা চেয়েছেন ভিনিসিয়ুসের কাছে।বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস বলেছেন, ‘মনে হচ্ছে আমার কথার প্রতিক্রিয়া খুব একটা ভালো নয়। আমি আসলে তাঁদের প্রতি বলতে চাচ্ছি, যাঁরা মনে করছেন পরিস্থিতি অনুযায়ী আমার কথাগুলো ভুল ছিল। আমাকে এ জন্য ক্ষমা চাইতেই হবে।’ তেবাস আরও বলেছেন, ভিনিসিয়ুসকে ব্যক্তিগত আক্রমণের কোনো ইচ্ছা তাঁর ছিল না।‘সাময়িক উত্তেজনার বশে’ তাঁর কথাগুলো শুনে তেমন মনে হতে পারে। রিয়াল তারকার কাছে ক্ষমা চেয়ে তেবাস বলেছেন, ‘আমি ভিনিসিয়ুসের কাছে ক্ষমা চাচ্ছি। শুধু ভিনিসিয়ুসই নন, যাঁরা মনে করেন আমার টুইটটি ভিনিকে আক্রমণ করে করা হয়েছিল, তাঁদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct