আপনজন ডেস্ক: করোনার পর প্রথম স্বাভাবিক হজে অংশ নিতে অপেক্ষায় আছেন অনেকে। অন্যদিকে নানা সমস্যায় অনিশ্চয়তায় দিন পার করছেন ব্রিটিশ হজযাত্রীরা। কারণ এ বছর থেকে যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশের জন্য নুসুক নামের নতুন হজ বুকিং পদ্ধতি চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুসারে যুক্তরাজ্য থেকে এ বছর পবিত্র হজ পালনের সুযোগ পাবেন মাত্র তিন হাজার ৬০০ জন; অথচ করোনার আগে তা ছিল ২৫ হাজার। ফলে হজ করতে চাইলে ব্রিটিশ হজযাত্রীদের পাঁচ থেকে ১০ বছর অপেক্ষায় থাকতে হবে। মিডল ইস্ট আই ও দ্য টেলিগ্রাফ অ্যান্ড আরগাসের প্রতিবেদনে বলা হয়, নতুন পদ্ধতিতে অনেক ব্রিটিশ মুসলিম হজ প্যাকেজ বুকিং করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। কারণ বুকিংয়ের চেষ্টা করলে তাতে লেখা আসছে দেশের ধারণক্ষমতা পূর্ণ হয়ে গেছে। তাই ব্রিটিশ হজযাত্রীদের কোটা বৃদ্ধির দাবি উঠছে স্থানীয়দের মধ্যে। যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের শিপলিতে বসবাসকারী শাবানা কাসিম বলেন, ‘এ বছর সবাইকে আমাদের আশ্বাস দিয়েছে হজ প্রক্রিয়ায় অনেক উন্নতি হচ্ছে। এ বছর তা অনেক ভালো প্রক্রিয়ায় সম্পন্ন হবে। কিন্তু তা এখনো স্বপ্নই রয়ে গেছে। আমরা এবার হজ পালনের ইচ্ছা করি। গত ৫ মে নুসুক অ্যাপে প্যাকেজ শুরুর পর আমার প্রায় ৫০ ঘণ্টা ব্যয় হয়েছে। কিন্তু কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন হয়নি। বিষয়টি চাকরিজীবীদের জন্য খুবই কষ্টকর।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct