আপনজন ডেস্ক: রাজস্থানের আলওয়ার জেলার একটি আদালত বৃহস্পতিবার ২০১৮ সালের রাকবার খান পিটিয়ে হত্যা মামলায় চার অভিযুক্তকে সাত বছরের কারাদণ্ড করেছে। একজন অভিযুক্ত বিশ্ব হিন্দু পরিষদের সদস্য নওল কিশোর শর্মা প্রমাণের অভাবে মামলায় খালাস পেয়েছেন। স্পেশাল পাবলিক প্রসিকিউটর অশোক শর্মা বলেছেন অতিরিক্ত জেলা বিচারক সুনীল কুমার গয়াল নরেশ, বিজয়, পরমজিৎ এবং ধর্মেন্দ্রকে ধারা ৩৪১ (অন্যায় সংযমের শাস্তি) এবং ৩০৪ আইপিসি (অপরাধমূলক হত্যাকাণ্ডের শাস্তি) এর অধীনে দোষী সাব্যস্ত করেছেন। নওল কিশোরকে অপর্যাপ্ত প্রমাণের কারণে খালাস দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজস্থানের আলওয়ার জেলায় ২০১৮ সালে রাকবার খানকে এক দল জনতা পিটিয়ে হত্যা করেছিল যার মধ্যে বেশ কয়েকজন গোরক্ষক ছিল। গরু পাচার করার সন্দেহে রাকবার খানকে পিটিয়ে হত্যা করা হয়। জানা যায়, রাকবার খান ও তার বন্ধু আসলামকে ২০১৮ সালের ২০ জুলাই আলওয়ার জেলার রামগড় থানার অন্তর্গত একটি এলাকায় গরুপাচার সন্দেহে একদল লোক মারাত্মকভাবে মারধর করে। তারা লাদপুরা গ্রাম থেকে গরু কিনেছিল এবং লালাওয়ান্দি গ্রামের কাছে একটি জঙ্গল এলাকা দিয়ে হরিয়ানার তাদের গ্রামে নিয়ে যাচ্ছিল যখন তারা অভিযুক্তদের দ্বারা আক্রান্ত হয়েছিল। আসলাম পালিয়ে যেতে সক্ষম হলেও রাকবার খান গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কয়েক ঘণ্টা পর মারা যান। রাকবার খানের ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে যে নৃশংস হামলার পরে একাধিক আঘাতজনিত কারণে তিনি মারা গেছেন। রাকবার খানের মৃত্যু ঘিরে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct