আপনজন ডেস্ক: নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র আক্রমণ করে কংগ্রেস বলেছে, “একজন ব্যক্তির অহংকার এবং আত্মপ্রচারের আকাঙ্ক্ষা” প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে সংসদ ভবন উদ্বোধনের সাংবিধানিক সুযোগ থেকে বঞ্চিত করেছে।কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেছেন, মোদি সরকারের “অহংকার” সংসদীয় ব্যবস্থাকে “ধ্বংস” করছে।হিন্দিতে একটি টুইটে খাড়গে বলেন, ‘মিস্টার মোদি, সংসদ জনগণের প্রতিষ্ঠিত গণতন্ত্রের মন্দির। রাষ্ট্রপতির কার্যালয় সংসদের প্রথম অংশ। আপনার সরকারের ঔদ্ধত্য সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।’ খাড়গে প্রশ্ন তোলেন, ১৪০ কোটি ভারতবাসী জানতে চান, সংসদ ভবন উদ্বোধনের জন্য রাষ্ট্রপতির অধিকার কেড়ে নিয়ে আপনি কী দেখাতে চান?অল ইন্ডিয়া আদিবাসী কংগ্রেসও অভিযোগ করেছে, মোদি সরকার দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে না দিয়ে আদিবাসীদের “অপমান” করছে। ২৬ মে এই পদক্ষেপের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভেরও ঘোষণা দিয়েছে অল ইন্ডিয়া আদিবাসী কংগ্রেস। এ নিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক টুইটবার্তায় বলেন, ‘গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাঁচির ঝাড়খন্ড হাইকোর্ট কমপ্লেক্সে দেশের বৃহত্তম বিচার বিভাগীয় ক্যাম্পাসের উদ্বোধন করেছেন। একজন পুরুষের অহংকার এবং আত্মপ্রচারের আকাঙ্ক্ষাই প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে ২৮ মে নয়াদিল্লিতে নতুন সংসদ ভবনউদ্বোধনের সাংবিধানিক সুযোগ থেকে বঞ্চিত করছে।রমেশ বলেন, ‘অশোক দ্য গ্রেট, আকবর দ্য গ্রেট, মোদি উদ্বোধক।’১৯টি বিরোধী দল মোদির নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কটের ঘোষণা দেওয়ার একদিন পর কংগ্রেস এই আক্রমণ করল।যদিও, ভিন্নমত পোষণকারী বিরোধী দল এই বয়কটে যোগ দেয়নি।বিএসপি প্রধান মায়াবতী বিরোধী দলগুলির বয়কটকে অনুপযুক্ত বলে অভিহিত করেছেন এবং আসন্ন উদ্বোধনকে স্বাগত জানিয়েছেন। যদিও কংগ্রেসের মিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগের প্রধান পবন খেরা বলেছেন, প্রায় ২০-২১টি রাজনৈতিক দল বিশ্বাস করে যে প্রধানমন্ত্রী মোদি “রাজধর্ম অনুসরণ করছেন না”।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct