মনিরুজ্জামান, কলকাতা, আপনজন: উচ্চ মাধ্যমিকেএবছর ভয়েস পাবলিক স্কুলের নজর কাড়ার মতো সাফল্য। রাজ্যের বিভিন্ন জেলাতে ভয়েস পাবলিক স্কুলের একাধিক শাখা আছে। এবছর এই স্কুলের এইসব শাখা থেকে বিজ্ঞান এবং কলা বিভাগ মিলিয়ে ৫৩৬ জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে ৯০ শতাংশের উপর নম্বর পেয়েছে বিজ্ঞান বিভাগে ২১ জন,কলা বিভাগে ৪ জন।৮৫ শতাংশের উপর নম্বর পেয়েছে বিজ্ঞান বিভাগে ১২৭ জন, কলা বিভাগে ১৫ জন।৮০ শতাংশের উপর নম্বর পেয়েছে বিজ্ঞান বিভাগে ২৯০ জন, কলা বিভাগে ২০ জন। ৭০ শতাংশের উপর নম্বর পেয়েছে বিজ্ঞান বিভাগে ৩৩৯ জন, কলা বিভাগে ২৭ জন। ৬০ শতাংশের উপর নম্বর পেয়েছে বিজ্ঞান বিভাগে ৪২০ জন, কলা বিভাগে ৩০ জন।এদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে ভয়েস পাবলিক স্কুল থেকে প্রথম হয়েছে কলা বিভাগের ছাত্রী সুফিয়া খাতুন। তার প্রাপ্ত নম্বর ৪৭৫। মুর্শিদাবাদের ভগবানগোলা থানার জালিবাগিচা গ্রামের বাসিন্দা সুফিয়ার বাবার নাম রফিকুল ইসলাম। সুফিয়ার ইচ্ছা শিক্ষিকা হওয়ার। সুফিয়া ভয়েসের ঝুনকা বেলডাঙ্গা ক্যাম্পাসের ছাত্রী। বিজ্ঞান বিভাগে এই প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে ইসরাফিল সেখ। তার প্রাপ্ত নম্বর ৪৬১। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জয়রামপুর গ্রামের বাসিন্দা ইসরাফিলের বাবার নাম আতাবুল সেখ। ইসরাফিলের ইচ্ছা ডাক্তার হওয়ার। ইসরাফিল ভয়েসের মঙ্গলজোন ক্যাম্পাসের ছাত্র। ভয়েস পাবলিক স্কুলের সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস জানান, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সহ আমরা সবাই ছাত্রছাত্রীদের এই অভূতপূর্ব সাফল্যে খুশি। হিসাবমতো এটাই ওদের জীবনের প্রথম বড় পরীক্ষা। এবং সেই পরীক্ষায় ওরা সাফল্যের সঙ্গে উতরে গিয়েছে। আমরা ওদের আগামী জীবনের সাফল্য কামনা করি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct