সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: একেবারে প্রান্তিক কৃষিজীবি পরিবার থেকে উঠে আসা তালডাংরার হাড়মাসড়া হাই স্কুলের ছাত্র সেখ আব্দুল রেজ্জাকের নজরকাড়া সাফল্য। চলতি বছরে উচ্চ মাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করেছে সে। তার প্রাপ্ত নম্বর নম্বর ৪৮৭। বুধবার ফল প্রকাশের পর তার বাড়িতে গিয়ে দেখা গেল, আনন্দোৎসবে মেতে উঠেছেন বাড়ির সকলে। কৃতি ছাত্র সেখ আব্দুল রেজ্জাকের বাবা সেখ আব্দুল খালেক পেশায় কৃষিজীবি। নিজের সামান্য জমিতে চাষাবাদ করে সংসার চালান। মা রুনা বিবি গৃহবধূ। তবে ছেলের উচ্চ শিক্ষার অর্থ যাতে বাধা না হয়ে দাঁড়ায় সেবিষয়ে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান গুলিকে পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন তাঁরা। কৃতি ছাত্র সেখ আব্দুল রেজ্জাক বলেন, বাবা, মা আর শিক্ষক-শিক্ষিকাদের মিলিত সাহায্যেই এই সাফল্যে এসেছে। পড়াশুনার জন্য বাঁধাধরা কোন সময় ছিলনা। তবে আগামী দিনে পদার্থ বিদ্যা নিয়ে পড়াশুনা করে এগিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য বলে সে জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct