আপনজন ডেস্ক: ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবার ভারতের বিজেপিশাসিত বাঙালি–অধ্যুষিত রাজ্য ত্রিপুরা সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন। কিছুদিন আগে ত্রিপুরা সরকার ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ করার প্রস্তাব দেয় সৌরভকে। তখন সৌরভ বলেছিলেন, ‘ভেবে দেখি। ’ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রধান সৌরভ গাঙ্গুলী আজ মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ত্রিপুরার বিজেপি সরকারের প্রস্তাবে রাজি হয়ে সবুজ সংকেত দেন। ফলে এখন থেকে সৌরভ গাঙ্গুলী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ‘ত্রিপুরার মুখ’ হয়ে উঠবেন। এর আগে ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গুঞ্জন উঠেছিল, সৌরভ গাঙ্গুলী এই রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী পদের মুখ হয়ে উঠতে পারেন। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে তিনি রাজনীতির অঙ্গনে পা দেননি। সৌরভ ভারতের অন্যতম সফল ও জনপ্রিয় ক্রিকেট তারকা। পশ্চিমবঙ্গের কলকাতার বেহালায় ১৯৭২ সালের ৮ জুলাই তিনি জন্মগ্রহণ করেন। তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলী আর একমাত্র কন্যা সানা গাঙ্গুলী। ভারতের বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী পেয়েছেন সৌরভ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct