আপনজন ডেস্ক: প্রতি বছর সৌদি আরবে উমরাহ করতে আসেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি। সৌদি আরবে আসন্ন হজ উপলক্ষে উমরাহর সময়সীমা বেঁধে দিল সৌদি সরকার। সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে আগামী ১৫ জ্বিলকদ পর্যন্ত উমরাহর অনুমতি দেওয়া হবে। যা ইংরেজি সাল অনুযায়ী ৪ জুন পড়েছে। এরপর এ বছর হজের আগে আর কাউকে উমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না। আগামী ২৭ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগে হবে হজ। আর হজের কার্যক্রম নির্বিঘ্নে করতে ও হজযাত্রীদের সুবিধার জন্য এ উদ্যোগ নিয়েছে প্রশাসন।এছাড়া যাদের উমরাহ ভিসা ও অনুমতি দেওয়া হবে তারা ওই ভিসা দিয়ে হজ পালন করতে পারবেন না বলেও জানিয়েছে মন্ত্রণালয়। হজের জন্য আলাদা অনুমতি নিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct