আপনজন ডেস্ক: সম্প্রতি ইউক্রেনের বাখমুত দখল করেছে রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ। দীর্ঘ ১০ মাস ঐ শহরটিতে হামলা করে অবশেষে দখল করে। আগামী জুন মাসে রাশিয়ার সেনাবাহিনীকে শহরটি হস্তান্তর করবে ওয়াগনার বাহিনী। এমন পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে দুই লাখ গোলাবারুদ ও এক হাজার ক্ষেপণাস্ত্র দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই সামরিক সহায়তার মাধ্যমে রাশিয়ায় আরো আক্রেমণ করতে পারবে ইউক্রেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইইউ ইউক্রেনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় গোলাবারুদ পৌঁছে দেওয়ার জন্য একটি পরিকল্পনার আওতায় কিয়েভকে দুই লক্ষাধিক আর্টিলারি শেল এবং এক হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। যা তাদেরকে চলমান যুদ্ধে রাশিয়াকে প্রতিহত করতে সহযোগী হবে বলে জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct