জাহেদ মিস্ত্রী, নরেন্দ্রপুর, আপনজন: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও পরীক্ষার ফলাফলে তাক লাগালো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে তাদের বিদ্যালয় এরই নয় জন ছাত্র রয়েছে। পড়ুয়াদেরই সাফল্যে খুশি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ থেকে শুরু করে অন্যান্য শিক্ষক ও শিক্ষা কর্মীরা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সরদার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। শুভ্রাংশু ছাড়াও মেধাতালিকায় রয়েছেন আরও ৮ পড়ুয়া। ২০১৫ সালের পর আবারো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকার করল কোন পড়ুয়া। গত ১৯শে মে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টেও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ১২ জন পড়ুয়া মেধা তালিকায় প্রথম দশের মধ্যে স্থান করে নিয়েছিল। কার্যত উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ও সেই ধারাবাহিকতা বজায় রাখল দক্ষিণ ২৪ পরগনার এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা।
সারাদিনে মাত্র ৪ ঘন্টা পড়েই উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম শুভ্রাংশু সর্দার ৷ সোশাল মিডিয়ায় তার কার্যত কোনও বিচরণ নেই ৷ আগামীদিনে অর্থনীতি নিয়ে পড়াশুনা করার ইচ্ছে রয়েছে তার ৷ মিশনের ছাত্রদের নিয়ে যে ব্যান্ড রয়েছে জোনাকি তার একসময় লিড সিঙ্গার ছিল শুভ্রাংশু ৷ আজকেও সবার আবদারে দুকলি গান গেয়ে শোনায় সে – বন্ধু তোমায় কি গান শোনাবো এই বিকেল বেলায় ৷ স্কুলের শিক্ষকরা তাকে খুব সাহায্য করেছে ৷ এছাড়া তাকে সবথেকে বেশী সাহায্য করেছে স্কুলের লাইব্রেরী ৷ যেখানে সময় কাটাতে ও পড়াশুনা করতে পছন্দ করত ৷ বন্ধুদের সাথে পড়াশুনা নিয়ে প্রতিযোগীতা ছিল ৷ তবে তা সুস্থ প্রতিযোগীতা ৷ শুভ্রাংশুর বক্তব্য ভালো রেজাল্টের ব্যাপারে সে আশাবাদী ছিল ৷ তবে একেবারে প্রথম হবে সেটা ভাবেনি ৷ ভালো রেজাল্ট বা পড়াশুনা করার জন্য একটা প্যাশন থাকতে হবে মত শুভ্রাংশুর ৷ শুভ্রাংশুর বাবা তাপস সরদার পিক আপ ভ্যান চালান ৷ আর্থিক টানাপোড়নের মধ্যেই চলে সংসার৷ মোবাইলেই তারা জানতে পারেন ছেলের প্রথম হওয়ার খবর ৷ তারও বক্তব্য জেদ থাকতে হবে তবে জীবনে সাফল্য আসবে ৷ উপহার হিসেবে বই সবসময় পছন্দ করত ৷ এমনকি পুজোর সময় নতুন জামা কাপড়ের বদলে বই নিত শুভ্রাংশু ৷ মা বাড়িতেই টুকটাক সেলাইয়ের কাজ করতেন ৷ তিনি জানান ছেলে একটু ফুডি ৷ খেতে ভালোবাসে ৷ বিরিয়ানি, চাইনিজ খাবার শুভ্রাংশুর পছন্দ বলে জানালেন তার মা শম্পা সরদার ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct