আপনজন ডেস্ক: চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে কি নিজের শেষ ম্যাচটি কাল খেলে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি?এবারের আইপিএল ধোনির শেষ আসর কি না, এ নিয়ে মৌসুমের শুরু থেকেই চলছে এন্তার জল্পনাকল্পনা। বেশ কয়েকটি ম্যাচে প্রতিপক্ষের মাঠে ধোনিকে তো রীতিমতো বিদায় সংবর্ধনাই দেওয়া হয়েছে। তবে ধোনি নিজে জানিয়েছেন, এটাই তাঁর শেষ আইপিএল কি না, সে ব্যাপারে সিদ্ধান্তটা তিনি আগামী ডিসেম্বরে আইপিএলের নিলাম শুরুর আগে নেবেন।গতকাল চেন্নাইয়ে আইপিএলের প্রথম কোয়ালিফাইয়ারে গুজরাট টাইটানসকে ১৫ রানে হারিয়ে ২০২১ সালের পর আবারও ফাইনালে উঠেছে ধোনির চেন্নাই। বিদায় নেওয়ার জন্য এমন দুর্দান্ত উপলক্ষ ধোনি বেছে নেবেন কি না, সেই প্রশ্নও উঠেছে। ম্যাচ শেষে টেলিভিশন ধারাভাষ্যকার হার্শা ভোগলে ধোনিকে জিজ্ঞাসা করেছিলেন, চেন্নাইয়ে তিনি শেষ ম্যাচটি খেলে ফেললেন কি না!ধোনির উত্তর, ‘আমি ঠিক জানি না। আমার হাতে এখনো সাত-আট মাস আছে সিদ্ধান্ত নেওয়ার।’ এবারের আইপিএলে ধোনি নিজেকে কিছুটা আড়াল করেই খেলেছেন। উইকেটকিপিংয়ে আগের ধার তাঁর আছে, কিন্তু ব্যাটিংয়ে প্রায় প্রতি ম্যাচেই খেলেছেন নিচের দিকে। এ ব্যাপারে কিছুদিন আগে তাঁর কাছে জানতে চাওয়া হলে বেশি দৌড়ানোর ব্যাপারে নিজের সীমাবদ্ধতার কথা স্বীকার করেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct