আপনজন ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে অনেক কথাই উঠছে। এমনকি তিনি সৌদি আরবে আর থাকতে চান না, এমন গুঞ্জনও উঠেছে। স্প্যানিশ পত্রিকা ‘মুন্দো দেপোর্তিভো’ তাঁর কোনো উদ্ধৃতি না দিয়েই একটি সংবাদ প্রকাশ করেছিল, পর্তুগিজ তারকা নাকি আর সৌদি আরবে থাকতে চান না। কেন থাকতে চান না, সে কারণও উল্লেখ করেছিল সংবাদমাধ্যমটি—সৌদি আরবের সামাজিক জীবন নাকি আধুনিক দুনিয়া থেকে অনেকটাই পিছিয়ে।সৌদি আরবে রোনালদো এখনো সফল হতে পারেননি। গত জানুয়ারিতে ২০ কোটি মার্কিন ডলারে খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদ হিসেবে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ৩৮ বছর বয়সী রোনালদো। তাঁকে নিয়ে সৌদি প্রো লিগের ক্লাবটি এখনো কোনো সাফল্য পায়নি। তাঁর ক্লাব সৌদি প্রো লিগে শীর্ষস্থান হারিয়েছে। তবে লিগ শিরোপার দৌড়ে টিকেও আছে। আর রোনালদো লিগে এখন পর্যন্ত ১৪ গোল করেছেন।কাল রাতে আল খালিজের বিপক্ষে আল শাবাবের বিপক্ষে পুরোনো রোনালদোকে খুঁজে পেয়েছিলেন ভক্তরাগতকাল আল শাবাবের বিপক্ষে রোনালদো নিজের ১৪তম গোলটি পেয়েছেন। গোলটি অবশ্য রোনালদো-ভক্তদের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া শটে আল নাসরের ৩-২ গোলের জয় নিশ্চিত করেন পর্তুগিজ তারকা।দলের জয়, নিজের দারুণ গোল; ম্যাচের পর রোনালদো ছিলেন ফুরফুরে মেজাজে। সেই মেজাজ থেকেই সৌদি আরবের প্রো লিগ নিয়ে নিজের ভাবনাটা জানিয়েছেন। রোনালদো মনে করেন, সৌদি লিগকে অবশ্যই দুনিয়ার শীর্ষ পাঁচ লিগের একটি বানানো সম্ভব।দুনিয়ার সেরা পাঁচ লিগ ইউরোপে। ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ইতালীয় সিরি ‘আ’, জার্মান বুন্দেসলিগা আর ফ্রান্সের ‘লিগ আঁ’। এই পাঁচ লিগের তিনটি—ইংলিশ লিগ, সিরি ‘আ’ আর লা লিগায় খেলেছেন রোনালদো। ক্যারিয়ার শুরু করেছিলেন নিজ দেশের লিগের দল স্পোর্তিং লিসবনের হয়ে। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস আর স্পোর্তিংয়ে খেলার অভিজ্ঞতা থেকে রোনালদো সৌদি লিগকে নিয়েও আশাবাদী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct