আপনজন ডেস্ক: ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন ২০২০ সালের ২৫ নভেম্বর। কিংবদন্তি মরেও যেন শান্তিতে নেই! কয়েক দিন পরপরই তাঁকে নিয়ে নানা রকম খবর কিংবা গুঞ্জন বের হয়। এবারের খবরটি অবশ্য একটু আলাদা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও লা নাসিওন জানিয়েছে, ম্যারাডোনার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। আর্জেন্টিনার স্থানীয় সময় গত রাত ১২টার কিছুক্ষণ পর সংবাদটি প্রকাশ করে টিওয়াইসি স্পোর্টস। প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘণ্টা ধরে ম্যারাডোনার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়ে আছে। এ সময়ে সেখান থেকে কয়েকটি পোস্টও করা হয়। ম্যারাডোনার ভক্ত ও অনুসারীরা বিষয়টি টের পাওয়ার পরই ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। ম্যারাডোনার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে অনুসারীসংখ্যা প্রায় ১ কোটি ২০ লাখ। অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের শিকার হওয়ার পর সেখান থেকে করা প্রথম পোস্টটি ছিল, ‘তোমরা নিশ্চয়ই জানো, আমার মৃত্যুর খবরটা ঠিক না।’ আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো কিংবদন্তির ছেলেরা ইনস্টাগ্রামে করা পোস্টে হ্যাকিংয়ের খবরটি নিশ্চিত করে বলেছেন, ‘আমরা পরিতাপের সঙ্গে জানাচ্ছি, ডিয়েগো ম্যারাডোনার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct