আপনজন ডেস্ক: সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে বিকাশ ভবন অভিযানকে ঘিরে বৃহস্পতিবার ধুন্ধুমার কাণ্ড ঘটে। বিধান নগর পুলিশের সাথে সংগ্রামী যৌথ মঞ্চের শিক্ষকদের রীতিমতো ধস্তাধস্তি হয়। বুধবার দুপুরে বিকাশ ভবন অভিযানের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের দাবি অন্যায় ভাবে শিক্ষক-শিক্ষিকাদের বদলি করা হয়েছে। এই দাবি নিয়ে শিক্ষা দপ্তরের কমিশনারকে ডেপুটেশন দেবার কর্মসূচি নেয় তারা। সেই মতো সল্টলেকের করুনাময়ীতে জমায়েত হওয়ার কথা ছিল তাদের। আগাম বিধাননগর পুলিশ প্রস্তুত ছিল সেখানে। বিক্ষোভকারীরা জমা হবার পর তারা সেখান থেকে মিছিল করে বিকাশ ভবন অবধি যেতে চায়। কিন্তু পুলিশ তাদের আটকে দেয়। শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের পক্ষ থেকে রীতিমতো জোর করে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাদের। বিক্ষোভকারীদের মধ্যে একজন মহিলা অল্প বিস্তর আহত হন, তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ বিক্ষোভকারীরা জোর করে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে গেলে তাদের গ্রেফতার করে নিয়ে যায়। এই বিক্ষোভের দরুণ বিধান নগরে ওই এলাকায় স্বাভাবিক যান চলাচল বেশ কিছুক্ষনের জন্য ব্যাহত হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct