আপনজন ডেস্ক: ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন। তবে এই উদ্বোধনকে বয়কটের ঘোষণা করল দেশের ১৯টি বিরোধী দল। এই ১৯ টি বিরোধী দলের মতে রাষ্ট্রপতি মুর্মুকে পুরোপুরি উপেক্ষা করে প্রধানমন্ত্রী মোদির নতুন সংসদ ভবন উদ্বোধনের সিদ্ধান্ত কেবল গুরুতর অপমানই নয়, আমাদের গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। যার উপযুক্ত জবাব প্রয়োজন। কংগ্রেস, বাম এবং তৃণমূল কংগ্রেস সহ ১৯ টি বিরোধী দল বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করে বলেছে যে গণতন্ত্রের আত্মা কেড়ে নেওয়া হচ্ছে সেখানে তারা নতুন ভবনের কোনও মূল্য খুঁজে পায় না। সংসদ ভবনের উদ্বোধনকে একটি স্মরণীয় অনুষ্ঠান উল্লেখ করে বিরোধী দলগুলো এক যৌথ বিবৃতিতে জানায়, “সরকার গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ এবং নতুন সংসদ যে স্বৈরাচারী পদ্ধতিতে নির্মিত হয়েছে তার প্রতি আমাদের অস্বীকৃতির সত্ত্বেও, আমরা আমাদের মতপার্থক্য দূর করে এই উপলক্ষে উদ্বোধনে অংশ নেবো ভেবেছিলাম কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পুরোপুরি উপেক্ষা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন সংসদ ভবন উদ্বোধনের সিদ্ধান্ত কেবল গুরুতর অপমানই নয়, আমাদের গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। লোকসভার স্পিকার ওম বিড়লার আমন্ত্রণে ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন মোদী। বিরোধী দলগুলি এর বিরোধিতা করে জানায় যে রাষ্ট্রপতি কেবল ভারতের রাষ্ট্রপ্রধানই নন, তিনি সংসদের একটি অবিচ্ছেদ্য অঙ্গ।সংক্ষেপে বলা যায়, রাষ্ট্রপতি ছাড়া সংসদ চলতে পারে না। তবুও প্রধানমন্ত্রী তাকে ছাড়াই নতুন সংসদ ভবন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছেন। এই অসম্মানজনক কাজ রাষ্ট্রপতির উচ্চ পদকে অপমান করে এবং সংবিধানের অক্ষর ও চেতনা লঙ্ঘন করে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, জনতা দল (ইউনাইটেড), আম আদমি পার্টি, সিপিআই-এম, সিপিআই, এসপি, এনসিপি, এসএস (ইউবিটি), আরজেডি, আইইউএমএল, জেএমএম, এনসি, কেসি (এম), আরএসপি, ভিসিকে, এমডিএমকে, আরএলডি মোট ১৯ টি দল যৌথ বিবৃতিতে স্বাক্ষর করে নতুন সংসদ ভবন উদ্বোধন বয়কটের ডাক দিয়েছে।এই বিরোধী দলগুলির দাবি, রাষ্ট্রপতিকে নতুন সংসদ ভবনউদ্বোধন করতে হবে, প্রধানমন্ত্রীকে নয়। নতুন সংসদ ভবনটি মহামারীর সময় “বিশাল ব্যয়ে” নির্মিত হয়েছে, ভারতের জনগণ বা সাংসদদের সাথে কোনও পরামর্শ ছাড়াই, যাদের জন্য এটি দৃশ্যত নির্মিত হচ্ছে। তাদের মতে “যখন সংসদ থেকে গণতন্ত্রের আত্মা কেড়ে নেওয়া হয়েছে, তখন আমরা একটি নতুন ভবনে কোনও মূল্য খুঁজে পাই না। আমরা নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কটের সম্মিলিত সিদ্ধান্ত ঘোষণা করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct