নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: বুধবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলন করে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করলেন উচ্চ শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবার মাত্র ৫৭ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হল। এ বছর ৮, ৫২ হাজার ৪৪৪ পরীক্ষার্থী ছিল। পাশের হার ৮৯.২৫ শতাংশ। ৯১ শতাংশ ছাত্ররা আর ছাত্রীরা ৮৬ শতাংশ পাশ করেছে। এক লক্ষ ২৭ হাজার ছাত্রী বেশি ছাত্রদের তুলনায়। প্রতিটি মার্কশিটে কিউ আর কোড থাকবে। ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে সাড়ে আট লক্ষের বেশি। পাশের হারে সবার শীর্ষে পুর্ব মেদিনীপুরে। ৮৭.৫৮ শতাংশ সংখ্যালঘু পাশের হার। উর্দুতে প্রথম হয়েছে মুহাম্মদ হাসান ৪৮৬ পেয়েছে। কলকাতা মাদ্রাসার এপি ডিপার্টমেন্ট থেকে। নেপালি ভাষায় প্রথম হয়েছে স্নেহা নেপাল তার প্রাপ্ত নম্বর ৪৬৫। তিনজন সাঁওতালি ৪৭২ নম্বর পেয়ে প্রথম হয়েছে, বিবেক সারেন, মৌসুমী টুডু, সরস্বতী বাস্কে। পাশ করেছে ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন। মোট পাশের হার - ৮৫.৫৯%। প্রথম দশে স্থান পেয়েছে মোট ৮৭জন। তাবে তাদের মধ্যে সংখ্যালঘু আটজন। প্রথম দশে হুগলি থেকে ১৮ জন স্থান পেয়েছে। প্রথম হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সরদার। প্রাপ্ত নম্বর ৪৯৬, শতাংশ হিসেবে ৯৯.২%। সে এককভাবে প্রথম। যুগ্মভাবে দ্বিতীয় বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সুষমা খাঁ ও উত্তর দিনাজপুরের রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত হাইস্কুল আবু সামা। এদের প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় চারজন। তমলুক হ্যামিলটন হাই স্কুলের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয় অনুসূয়া সাহা এবং শ্রেয়া মল্লিক এবং আলিপুরদুয়ারের কামাক্ষ্যাগুড়ি গার্লস হাই স্কুল পিয়ালি দাস। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৪। চতুর্থ তিনজন। গাইঘাটা থানার ইছাপুর হাইস্কুলের ছাত্রী প্রেরণা পাল। দক্ষিণ দিনাজপুরের শ্রীজিতা বসাক, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৩। চারজন পঞ্চম স্থানাধিকারীদের নম্বর ৪৯২।
আরামবাগের কাপসিট হাই স্কুলের ছাত্র কৌশভ কুণ্ডু, দীপ্তার্ঘ্য দাস পুর্ব মেদিনীপুরের, পুর্ব বর্ধমানের অনন্যা সামন্ত, পুরুলিয়ার অঙ্কিতা ঘরাই, বীরভূমের ঋষিতা। ৪৯১ পেয়ে ষষ্ঠ হয়েছে ধূপগুড়ি বৈরাতিগুড়ি হাই স্কুলের ছাত্র অংকুর। চাকদহ বসন্তকুমারী হাই স্কুলের ছাত্রী সৌমিলি মন্ডল, হুগলির সোহম চট্টোপাধ্যায়, রূপসা উপাধ্যায়, কোচবিহারের চয়ন বর্মন, আলিপুরদুয়ারের সহেলি আহমেদ, সুপর্না মাহাতো বাঁকুড়ার, অর্কদীপ ঘারা দক্ষিণ ২৪ পরগনার, দার্জিলিংয়ের উৎসা কুণ্ডু, পূর্ব মেদিনীপুরের সোমায়ন জানা, দক্ষিণ ২৪ পরগনার তমাল কান্তি দাস, বাঁকুড়ার অদিতি মাহান্তি। ৪৯০ পেয়েছে সপ্তম হয়েছে ১৪জন। তারা হল, বাঁকুড়ার অসমিতা পাল, অভিরূপ পাল বীরভূম, পূর্ব বর্ধমানে্র রূপঙ্কর ঘটক, হুগলীর সুজাত মুখোপাধ্যায়, কলকাতার শ্রীজা উপাধ্যায়, হুগলির সারন্ন ঘোষ, কৌশিকি কুণ্ডু, আলিপুরদুয়ারের সন্দীপ ঘোষ, দক্ষিণ ২৪ পরগনার বিতান শাসমল, অভিরূপ পাল, অর্ক ঘোষ, উত্তর ২৪ পরগনার দেবর্ষী বসাক, সুমিত মুখোপাধ্যায় বীরভূমের এবং অর্নব পাতি বাঁকুড়ার। ৪৮৯ পেয়ে অষ্টম হয়েছে ১১জন। তারা হল, সপ্তক, সংযুক্তা বিশ্বাস, আত্রেয়ী শাহানা, শ্রেষ্ঠা আধিকারি, অদিতি সিনহা, সৈয়দ সাকলেন কবির, শ্রীতমা মিস্ত্রি, সন্দীপ ভট্টাচার্য, সায়ন প্রধান, ইসিকা শীল, শিরিন আলম। ৪৮৮ পেয়ে নবম হয়েছে ১৮জন। তারা হল, সৌরশ্মি দাস, হুগলির সুজিত পাল, সায়ন্তনি দে, দেবাঙ্গনা দাস, তুহিন রঞ্জন অধিকারী, বৃষ্টি মাইতি, তৃষিতা কর্মকার, প্রত্যুষা দাম, অথিনা বসু, সুপ্রভাত ঘোষ, প্রনব বর্মন, অপূর্ব মণ্ডল, সায়ন সাহা, অর্ক প্রতিম দে, অর্ক দাস, আমজাদ হোসেন, পবিত্র মাইতি, মোনালিসা পাল। ৪৮৭ পেয়ে দশম হয়েছে ১৭জন। তারা হল, আর্য নন্দী, স্বাগতা চক্রবর্তী, সুস্মিতা মোদক, সময়িতা দাশগুপ্ত, সুচেতনা জানা, বিক্রম বর্মন, সেখ সইবুদ্দিন আহমেদ, সৌম্যদীপ দত্ত, কোয়েল কুণ্ডু, অঞ্জুমা দিলরুবা, দিনন্ত সাঁতরা, সেখ আব্দুল রাজ্জাক, অগ্নিভা মুখার্জি, সুদীপ পাল, মল্লিকা দেবনাথ, সায়ন্তন সরকার, তৃণা পুরকায়স্থ। আগামী বছর ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ই ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ২৯ শে ফেব্রুয়ারি। পরীক্ষা দুপুর বারোটা থেকে চলবে ৩:১৫ মিনিট পর্যন্ত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct