আরবাজ মোল্লা, নদীয়া, আপনজন: পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ও পৌরসভার পৌর প্রধান রানাঘাটে আবারো দুর্ঘটনা। জনবহুল এলাকাতে হুর মুড়িয়ে ভেঙে পড়ল একটি প্রাচীন দোকান ঘর। অল্পের জন্য প্রাণ রক্ষা অনেকের। তবে বেশ কয়েকটি মোটরবাইক চাপা পড়ায় ভেঙে চুরমার হয়ে যায়। উল্লেখ্য গত কয়েকদিন আগেই রানাঘাটের সুভাষ এভিনিউতে একটি কাপড়ের দোকানে ভয়াবহ আগুন লাগে,যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।বুধবার সকাল ১১ টা নাগাদ সুভাষ এভিনিউ নেতাজী মূর্তির সামনে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে একটি প্রাচীন দোকান। যদিও পাশে ছিল একটি ওষুধের দোকান সেখানে প্রতিদিনই চিকিৎসার জন্য আসেন অনেক রোগী। ঘটনার সময় কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকান ঘরের নিচে ছিল বেশ কয়েকটি মোটর বাইক সেগুলি চাপা পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সূত্রের খবর,দোকানটি প্রাচীন হওয়ার কারণে পৌরসভার পক্ষ থেকে করা হয়েছিল নোটিশ জারি,তবুও কর্ণপাত করেনি দোকানের মালিক। দুর্ঘটনা হওয়ার পরেও দেখা নেই মালিকের এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের।অন্যদিকে খবর পেতেই ঘটনাস্থলে যায় রানাঘাট পৌরসভার পৌর প্রধান কুশল দেব বন্দ্যোপাধ্যায়,এরপর বিদ্যুৎ সংযোগ কেটে জিসিপি দিয়ে উদ্ধার কার্য শুরু করে। যদিও একই এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটে যাওয়ায় রীতিমতো আতঙ্কে বসবাসকারী থেকে শুরু করে পথ চলতি মানুষ। অন্যদিকে দোকানঘর ভেঙ্গে পড়াতে যান চলাচলের ব্যহত হয়, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct