সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: আইসিএসসি দশম সম মানের পরীক্ষায় ৯২ শতাংশ নাম্বার পাওয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের সুলতান আহমেদ গাজী হতে চান একজন আদর্শ চিকিৎসক। ভাঙড়ের কালিকাপুর সিটি ইংলিশ স্কুল থেকে তিনি ২০২৩ আইসিএসসি পরীক্ষায় বসেন। ৫০০ নাম্বারের মধ্যে তার প্রাপ্ত মোট নাম্বার ৪৬০। সুলতান আহমেদের বাড়ি ভাঙড় ১ নম্বর ব্লকের জাগুলগাছি গ্রামের চন্ডিপুরে। বাবা আব্দুল হাকিম পেশায় লেদার সংস্থার কর্মী। মা মমতাজ বিবি গৃহবধূ। সুলতান আহমেদ আপনজন প্রতিনিধিকে জানান, আমার প্রিয় বিষয় গণিত। আমি দৈনিক ১০ থেকে ১২ ঘন্টা পড়তাম। পড়াশোনা ছাড়া আমার ভালো লাগে খেলাধুলা। ভবিষ্যতে চিকিৎসক হতে চাই। আমার এই ফলাফলের পিছনে বাবা- মা, ও শিক্ষকদের ভুমিকা রয়েছে। ভাঙড় ১ নম্বর ব্লকের একমাত্র ইংরেজি মাধ্যম সিটি ইংলিশ স্কুল থেকে এবছর আইসিএসসি পরীক্ষা দেন ১২ জন পরীক্ষার্থী। স্কুল ম্যানেজিং কমিটির সেক্রেটারি মিজানুর রহমান সুলতানকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে যান। প্রিন্সিপাল মিনাক্ষী রায় সরকার সুলতানের এই সাফল্যে খুশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct