এম মেহেদী সানি, বেলডাঙ্গা, আপনজন: মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার কাপাসডাঙ্গা ‘খাদিজাতুল এতিম বানাত মাদ্রাসা’র ছাত্রীদের আর্থিক ভাবে সহায়তা করলো ‘আমার আশা ফাউন্ডেশন’ স্বেচ্ছাসেবী সংগঠন ৷ শুধুমাত্র ছাত্রীদের জন্য ২০২১ সালে প্রতিষ্ঠিত আবাসিক ওই মাদ্রাসার ৬০ জন ছাত্রীর হাতে নগদ অর্থ তুলে দেন ‘আমার আশা ফাউন্ডেশন’ সংগঠনের কর্মকর্তারা ৷‘আমার আশা ফাউন্ডেশ’-এর চেয়ারম্যান মোশারাফ মোল্যা জানান, আমারা স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছি ৷ মুসলিম মেয়েদের শিক্ষামুখী করতে আমরা মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামের মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের চেষ্টা করছি, তারই অংশ হিসাবে ‘খাদিজাতুল এতিম বানাত মাদ্রাসা’র শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হল ৷’এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বেলডাঙ্গা সারগাছি চক্রের এসআই অমৃতা বিশ্বাস ৷ মাদ্রাসার কর্মকর্তারা কিভাবে সরকারি সহায়তা পেতে পারেন সে সম্পর্কে পরামর্শ দেন তিনি ৷ মাদ্রাসা’র প্রধান শিক্ষক হাফেজ রাকিবুল ইসলাম, সম্পাদক সুজাউদ্দিন আহমেদরা জানান, ‘২০২১ সালে প্রতিষ্ঠিত ঐ মাদ্রাসায় বর্তমানে ৬০ জন ছাত্রীরা প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত, খারিজি মাদ্রাসার সিলেবাস অনুযায়ী পাঠদান করা হচ্ছে ৷ পাশাপাশি ছাত্রীদের টেলারিং শেখানো হচ্ছে যাতে করে আগামী দিনে তারা স্বনির্ভর হতে পারে৷’মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গণে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ‘আমার আশা ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান মোসারফ মোল্যা সহ উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব নিরুপমা চৌধুরী, তুহিনারা বেগম, ডা: সফিকুল ইসলাম, ফারুক আব্দুল্লা গোলদার, হায়দার আলি, লালন মন্ডল, আত্তাব আলি, রেশমা মন্ডল, তানজিলা বিবি প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct