আপনজন ডেস্ক: এক চুমুক চা আর এক কামড় পাকোরা মনটাকে চাঙ্গা করে দেয়। এমনিতেও বিকালের নাশতায় তৈরি করতে পারেন পেঁয়াজ পাকোড়া। এটা বানাতে প্রথমে একটি বাটিতে ২ কাপ মিহি পেঁয়াজ কুচি, ১/২ চা চামচ আদা কুচি, ২/৩ টা কাঁচা মরিচ কুঁচি, ১০টি পুদিনা পাতা বা ২ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, ১টি কারি পাতা নিয়ে ভালো করে চটকিয়ে ১০ মিনিটের জন্য একপাশে রেখে দিন। এরপর এক চামচের এক-চতুর্থাংশ হলুদ, দেড় কাপ বেসন, দেড় কাপ চালের গুঁড়া, সামান্য লবণ, আধা চা চামচ গরম মসলার গুঁড়া পেঁয়াজের মিশ্রণের মধ্যে দিয়ে আবারো ভালো করে মাখাতে হবে। মাখানোর সময় একটু একটু করে জল নিতে হবে। কিন্তু মনে রাখবেন মিশ্রণটি যেন একদম পাতলা হয়ে না যায়। তা না হলে, পাকোড়া মচমচা হবে না। এরপর এবার চুলায় একটি কড়াইয়ে উচ্চ তাপমপাত্রায় তেল গরম করতে হবে। যখনই হালকা ধোঁয়া উঠা শুরু করবে তখনই আচঁটা কমিয়ে দিয়ে সাবধানতার সাথে ছোট ছোট বলের মতো করে তেলে ছেড়ে দিতে হবে। কিন্তু মনে রাখতে হবে একদম ডুবো তেলে পাকোড়া ভাজা যাবে না। মাঝারি আঁচে ভাজতে হবে। যখন পাকোড়া বাদামি রঙ ধারণ করবে ও মুচমুচে হবে তখন কড়াই থেকে তুলে, একটি প্লেটে কিচেন টিস্যু রেখে তার উপর পাকোড়াগুলো রাখুন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার পেঁয়াজের পাকোড়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct