আপনজন ডেস্ক: ইন্টারনেট, স্মার্টফোন ছাড়া যেন একটি মুহূর্তও চলে না। হাতের ছোট্ট ডিভাইসটি মানুষকে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের অপার সুযোগ করে দিয়েছে বটে, কিন্তু এর বিপরীতে ক্ষতিরও কারণ হচ্ছে। সম্প্রতি একটি মোবাইল ফোন কোম্পানির সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। তাতে বলা হয়েছে, অধিকাংশ দম্পতি মনে করেন, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের গভীরতা কমিয়ে দাম্পত্য জীবনে ক্ষতি করছে। স্বামী-স্ত্রীর সম্পর্কের ওপর স্মার্টফোনের প্রভাব কতটা, এ নিয়ে সমীক্ষাটি চালিয়েছে মোবাইল প্রতিষ্ঠান ভিভো। নয়াদিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, হায়দরাবাদসহ দেশটির বড় বড় শহরে ওই সমীক্ষা চালানো হয়। এসব এলাকার এক হাজারের বেশি দম্পতিকে স্বামী-স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে স্মার্টফোনের প্রভাব নিয়ে প্রশ্ন করে জবাব নেওয়া হয়।অনেক দম্পতি বলছেন, 'যখন তাঁরা বিশ্রাম করেন, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ফোন। প্রায় ৭০ শতাংশ স্বামী বা স্ত্রীর মত হলো, স্মার্টফোন চালানো অবস্থায় কিছু জিজ্ঞেস করলে তাঁরা বিরক্ত হন। বিবাহিতদের মধ্যে ৬৭ শতাংশ বলেছেন, তাঁরা স্ত্রী বা স্বামীর সঙ্গে সময় কাটানোর সময়ও স্মার্টফোন ছাড়তে পারেন না। এই ফোনের কারণে দাম্পত্য সম্পর্ক দুর্বল হয়ে পড়েছে বলেও মনে করেন ৬৬ শতাংশ উত্তরদাতা। ৭০ শতাংশ দম্পতি বলেছেন, এতে কমেছে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর পরিমাণও। ৬৯ শতাংশ বলেছেন, দাম্পত্য সম্পর্ক ব্যাহত হচ্ছে। অবশ্য ৮৪ ভাগ বলেছেন, তাঁরা তাঁদের স্বামী বা স্ত্রীর সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান। ফোনে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করেন ৮৮ ভাগ। অনেকেই মনে করেন, ফোন তাঁদের জীবনের মান ও ব্যক্তিগত স্বাধীনতা অনেকাংশে বাড়িয়েছে। ৬০ ভাগ মনে করেন, ফোনের ব্যবহারে প্রিয়জনের সঙ্গে যুক্ত থাকতে পারছেন। আর ৫০ ভাগ বলছেন, এতে কেনাকাটা সহজ হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct