আপনজন ডেস্ক: ব্রাজিলে ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু। দেশটিতে সম্প্রতি বেশ কিছু প্রাণীর দেহে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় সতর্কতা জারি করেছে প্রাণী বিষয়ক স্বাস্থ্য সংস্থা। ব্রাজিলে এভিয়ান ফ্লু বা বার্ড ফ্লু উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে। এ কারণে দেশটিতে আগামী ছয় মাসের জন্য প্রাণী বিষয়ক স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। দেশটির এসপিরিতো সান্তো রাজ্যে সাতটি কেস শনাক্ত হয়েছে। এছাড়া রিও ডি জেনেইরো রাজ্যেও একটি কেস শনাক্ত হয়েছে। অতি সংক্রামক এইচ৫এন১ ভাইরাসের ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে এই সতর্কতা কাজে আসবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় সরকার এই সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করতে পারবে। বিশ্বের মুরগীর মাংসের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ ব্রাজিল। বছরে প্রায় হাজার কোটি ডলারের মুরগীর মাংস রপ্তানি করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct