আপনজন ডেস্ক: ভিনিসিয়ুস বর্ণবাদ–বোমা ফাটানোর পর দেরি করেননি নেইমার। ইনস্টাগ্রাম স্টোরিতে রিয়াল মাদ্রিদ উইঙ্গারের ছবি পোস্ট করে তাঁর পাশে দাঁড়িয়েছেন। রিয়ালের জার্সি পরা ভিনিসিয়ুস মাঠে দাঁড়িয়ে উড়ন্ত চুমু দিয়ে সমর্থকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন—এই ছবি স্টোরিতে পোস্ট করেন ব্রাজিল তারকা। এরপর ঘটনা অনেক দূর গড়িয়েছে। রিয়াল মাদ্রিদ ভিনির পাশে দাঁড়িয়ে ‘হেট ক্রাইম’ (ঘৃণা থেকে উদ্ভূত অপরাধ) এর মামলা করেছে। তদন্ত শুরু করেছেন স্পেনের আইনজীবীরাও। এর মধ্যে নেইমার আবারও গর্জে উঠলেন বর্ণবাদের বিরুদ্ধে। এবারের পোস্টটিও তাঁর জাতীয় দল সতীর্থ ভিনিসিয়ুসকে নিয়ে। ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের পর ব্রাজিলিয়ান তারকার সমর্থনে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে বাংলাদেশ সময় গত রাত ভোর চারটার দিকে ইনস্টাগ্রাম স্টোরিটি পোস্ট করেন নেইমার। স্টেডিয়ামে দর্শকপূর্ণ গ্যালারির একটি ভিডিও পোস্ট করেছেন পিএসজি ফরোয়ার্ড। সেই ভিডিওর নিচে নেইমার বর্ণবাদ নিয়ে নিজের রাগ উগরে দেন, ‘আমাদের কিছু একটা করতে হবে...এটা আমরা আর কত দিন সহ্য করব? অন্ধ লোকেরা আর কত দিন এসব চালিয়ে যাবে? আমি ভিনিসিয়ুসের পাশে আছি। ’ নেইমার আরও লিখেছেন, ‘বর্ণবাদ ঘৃণ্য একটি ব্যাপার। ’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct