জাহেদ মিস্ত্রী, বারুইপুর, আপনজন: বারুইপুর চাম্পাহাটি হাড়ালে আগামী দুই মাস বাজি তৈরি, বাজি মজুদ ও বাজি বিক্রি সম্পুর্ন নিষিদ্ধ ঘোষণা করল বারুইপুর জেলা পুলিশ।এগ্রার পর বজবজে বিস্ফারণ,দক্ষিণ ২৪ পরগণার বজবজে বিস্ফারণে তিন জন মারা যাওয়ার পর ,দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর চম্পাহাটি হারালে বাজি মার্কেটে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালাচ্ছে বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সৌমজিৎ রায়।উদ্ধার বেইনি বাজি তৈরির সরঞ্জাম সহ মশলা। মঙ্গলবার দুপুর থেকে চলছে নিষিদ্ধ বাজি উদ্ধারের কাজ। উদ্ধার প্রচুর বাজি তৈরির মশলা, প্রচুর অবৈধ বাজি।সোমবার বিকেলে বারুইপুর চাম্পাহাটি হারাল আতশবাজি অ্যাসোসিয়েশনের অফিসে কড়া নির্দেশ দেন এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস ও আইসি বারুইপুর সৌমজিৎ রায়। চাম্পাহাটি হারালে প্রায় চল্লিশ হাজার মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। সোমবার বিকেল থেকেই পুরোপুরি চাম্পাহাটি হারালে প্রায় ১৫০ বাজির দোকান বন্ধ হয়ে গেল। সোমবার ও মঙ্গলবার দুদিন ধরে পুলিশের পক্ষ থেকে এসডিপিও বারইপুর ও আই সি বারুইপুরের নেতৃত্বে ব্যাপক হারে অভিযান চালানো হয়। অভিযানের জেরে সোমবার বারো হাজার কেজি ও মঙ্গলবার দুপুরে আরো পাঁচ হাজার কেজি, মোট ৬২০০ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করে বারুইপুর থানার পুলিশ।বারুইপুর থানার ইন্সপেক্টর রনি সরকার সহ একাধিক অফিসার ও পুলিশ বাহিনী নিয়ে চাম্পাহাটির হারালের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ বেআইনি বাজি ও বাজি তৈরির মসলা আজ নিয়ে আসা হয় বারুইপুর পুলিশ স্টেশনে। খুব তাড়াতাড়ি এইসব বাজিগুলোকে নিষ্ক্রিয় করা হবে বলে পুলিশ সূত্রে খবর। তবে এখনো পর্যন্ত কাউকে এ বিষয়ে গ্রেফতার করা হয়নি।উল্লেখ্য, পম্চিম মেদিনীপুরের এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের ফলে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়। তার পর থেকে রাজ্র সরকারের তরফ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct