আপনজন ডেস্ক: মঙ্গলবার ইউপিএসসি ২০২২-এর ফল প্রকাশিত হয়েছে। সেই মেধা তালিকায় স্থান পেয়েছেন ৯৩৩ জন। প্রথম স্থান অধিকার করেছেন ঈশিতা কিশোর, দ্বিতীয় হয়েছেন গরিমা লোহিয়া ও তৃতীয় হয়েছেন উমা হারাথি। প্রথম দশ জনের মেধা তালিকায় স্থান পেয়েছেন ওয়াসিম আহমেদ ভাট। তার স্থান সপ্তম। প্রথম ১০০ জনের তালিকায় রয়েছেন তিনজন মুসলিম। তবে সব মিলিয়ে ইউপিএসসি ২০২২-এ যে ৯৩৩ জন সফল হযেছেন তার মধ্যে মুসলিমের সংখ্যা ৩১জন। সিভিল সার্ভিস উত্তীর্ণদের আইএএস, আইপিএস, আইএফএস, আইআরএস ও অন্যান্য পদে নিয়োগ করা হবে।উল্লেখ্য, ২০২২ সালের ৫ জুন ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। তার ফল প্রকাশিত হয় ২২জুন। এরপর মেইন পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রশ্নপত্রের মূল্যায়নের পর, ফলাফল ৬ ডিসেম্বর ঘোষণা করা হয়। যেসব প্রার্থীরা মূল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা চূড়ান্ত পর্যায়ে - ইন্টারভিউ রাউন্ডের জন্য যোগ্য হয়ে ওঠেন। তাদের সাক্ষাৎকার প্রক্রিযা শেষ হয় গত ১৮ মে। এরপর মঙ্গলবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিস পরীক্ষা-২০২২ এর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে।
এই মেধা তালিকায় পশ্চিমবঙ্গ থেকেও বেশ কয়েকজন স্থান পেয়েছেন বলে জানা গেছে। রাজ্য সরকারের আইএএস প্রশিক্ষণ সংস্থা সল্টলেকের সিভিল সার্ভিস স্টাডি সেন্টার ট্যুইটারে তাদের সেন্টার থেকে ইউপিএসসি-২০২২তে সফল হওয়া সাতজন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। তারা হলেন চৈতন্য খেমানি, তার স্থান ১৫৮। অন্যান্যরা হলেন ঈশান সিনহা (২৩৪), ঋষভ সিং (২৯৪), আকাঙ্ক্ষা ঝা (৩৭১), মুহাম্মদ বুরহান জামান (৭৬৮), প্রিয়াঙ্কা মণ্ডল (৮০২) ও সৌরভ দাম (৮১৫)। অন্যদিকে, ইউপিএসসিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে স্থান করে নিয়েছেন ২৩জন। তাদের মধ্যে ১২জন মহিলা। এ ব্যাপারে এক প্রেস বিবৃতিতে জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল আইএএস কোচিং একাডেমির সাফল্য তুলে ধরে উপাচার্য অধ্যাপক ড. নাজমা আখতার জানান, জামিয়া মিলিয়া ইসলামিয়ার অাবাসিক কোচিং একাডেমি থেকে যে ২৩ জন সফল হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে ভাল ফল করেছেন আজমেরা সঙ্কেত কুমার। তার স্থান ৩৫। এছাড়া ২৩ জনের মধ্যে মুসলিমের সংখ্যা ১১জন। তাদের মধ্যে মুসলিম মহিলার সংখ্যা উল্লেখ্য, ইউপিএসসি ২০২১-এতে ২১ জন মুসলিম সফল হয়েছিলেন যা গত এক দশকে সবচেয়ে খারাপ ফল ছিল। কিন্তু এ ইউপিএসসি ২০২২ তে ৩২ জন মুসলিম স্থান করে নিয়েছেন। তাদের মধ্যে শীর্ষে রয়েছেন জম্মু ও কাশ্মীরের অনন্ত নাগের ওয়াসিম আহমেদ ভাট। সপ্তম স্থানাধিকারী। অন্যদিকে, ইউপিএসসি ২০২২তে যে ৩১জন মুসলিম স্থান পেয়েছেন তাদের মধ্যে মহিলার সংখ্যা ১১জন। সব মিলিয়ে গত বারের তুলনায় এবছরের সাফল্য বেশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct