এহসানুল হক, বসিরহাট, আপনজন: নবরূপে সেজে উঠল বসিরহাটের সত্যজিৎ রায় বিনোদন পার্ক ।বসিরহাট উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ২ নম্বর ব্লকের ঐতিহ্যবাহী গ্রাম ধান্যাকুড়িয়া। এই ধান্যকুড়িয়ায় একাধিক ঐতিহাসিক স্থানের পাশাপাশি তৎকালীন বিধায়ক এটিএম আব্দুল্লাহ রনির উদ্যোগে ২০১২ সালে বিদ্যাধরী নদীর খালের তীরে সবুজ অবায়বের বুক চিরে গড়ে ওঠে এক চিলতে নির্জন শান্ত মনোরম উদ্যান। গ্রাম্য এলাকায় এই উদ্যানকে কেন্দ্র করে এলাকার বহু মানুষ নির্জন মনোরম পরিবেশে সময় কাটান বহু মানুষ। তবে এবার ধান্যকুড়িয়ায় সত্যজিৎ রায় বিনোদন পার্কের নতুন সংস্করণ করলেন বসিরহাট লোকসভার সাংসদ নুসরাত জাহান। এদিন এই পার্কে জলের ফোয়ারা, সুসজ্জিত আলোর ফলক, সিসিটিভি ক্যামেরা সহ একাধিক সংস্কার করা হয়। যা গ্রাম্য এলাকার নির্জন শান্ত মনোরম পরিবেশের উদ্যানটি নতুন মাত্রা দিল। এদিন বিকাল পাঁচটা নাগাদ বসিরহাটের সাংসদ নুসরাত জাহান পার্কে উপস্থিত হন। কয়েক লক্ষ টাকার প্রজেক্ট এর উদ্বোধন করেন ফ্রিতে কেটে। উপস্থিত দক্ষিণ বঙ্গ পরিবহন সংস্থার ডিরেক্টর এ টিম আব্দুল্লাহ রনি, বসিরহাট ২ নম্বর ব্লকের সভাপতি মিহির ঘোষ, ধান্যকুড়িয়া পঞ্চায়েত প্রধান উপপ্রধান, বসিরহাট ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা মাহমুদ হাসান, বসিরহাট ২ নম্বর ব্লকের পূর্ত কর্মদক্ষ সোমেন মন্ডল, যুবনেতা সমীর বাছাড় সহ একাধিক নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct